সুভাষের হ‍্যাটট্রিক, জিতল ভিক্টোরিয়া,সোনারপুর YMSA

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : লিগ অভিযানের শুরুতেই বড় ব‍্যবধানে জিতল শতাব্দী প্রাচীন ক্লাব ভিক্টোরিয়া ক্লাব। গত বছর খেলায় খুব একটা সাড়া ফেলতে পারেনি তবে এবছর শুরুটা বেশ ভালই করল প্রয়াত আইএফএ সচিব রঞ্জিত গুপ্তর ভিক্টোরিয়া ক্লাব। বুধবার কলকাতা লিগের তৃতীয় ডিভিশনের খেলায় ওয়াইএমসিএ মাঠে বার্নপুর ইউনাইটেড ক্লাবকে ৪-১ গোলে হারায় ভিক্টোরিয়া। সুভাষ নায়েক হ‍্যাটট্রিক করেছেন। অপর একটি গোল করেছেন জাহিরুদ্দিন মোল্লা।

এদিন, তৃতীয় ডিভিশনের আরও চারটি ম‍্যাচ ছিল। গত বছর থেকে দারুনভাবে উঠে আসা সোনারপুর YMSA ক্লাব জয় দিয়ে লিগ অভিযান শুরু করল। বিজি প্রেসের মাঠে সোনারপুর YMSA ১-০ গোলে হারাল সোনালী শিবিরকে। জয়সূচক গোলটি করেন সুকান্ত নস্কর।

প্রসঙ্গত উল্লেখ্য, এই YMSA ক্লাবের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছেন ভারতের দুই প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ও প্রতাপ ঘোষ। এদিন ম‍্যাচের শুরু থেকে মাঠে উপস্থিত ছিলেন অমিত ভদ্র। তিনি এবারের কলকাতা লিগে YMSA নিয়ে বেশ আশাবাদী। তিনি বলছিলেন,”আমাদের ছোট ছোট লক্ষ‍্য রেখে সামনের দিকে এগোতে চায়। আশাকরি গতবছরের থেকে আমাদের দল ভাল ফল করবে।” তবে তিনি বেশি খুশি কলকাতা লিগের সামগ্রিক উন্মাদনা ফিরে আসায়। বিজি প্রেসের মাঠে দাঁড়িয়ে অমিত ভদ্র বলছিলেন,”ময়দানে আসার সময় দেখছিলাম, মহমেডান মাঠে প্রচুর দর্শক ঢুকছিল। এটা খুব ভাল দিক। গত পাঁচ বছরে এই উন্মাদনা হারিয়ে গিয়েছিল। এবছর দেখছি সেই উন্মাদনা ফিরছে। আসলে গড়ের মাঠে তিন প্রধানের স্টেডিয়ামে খেলা না হলে লিগ জমবে না। আমার ভাল লাগছে এবার সেটা হচ্ছে। তারজন‍্য মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডান ক্লাব কর্তাদের ধন‍্যবাদ জানাই। আর ঘেরা মাঠে ম‍্যাচ করতে আইএফএও শুরু থেকেই চেয়েছিল। আইএফএকেও ধন‍্যবাদ জানাই। আশাকরি এই বছর প্রবল উন্মাদনার সঙ্গে লিগ হবে।”

এদিন টাউন মাঠে ক‍্যালকাটা জিমখানা ২-০ গোলে হারিয়েছে ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ক্লাবকে। গোলদাতা সন্দীপ নন্দী। ইউনিভার্সিটি মাঠে অ‍্যালবার্ট এসসি ২-১ গোলে হারায় বেহালা ইয়ুথ অ‍্যাসোসিয়েশনকে। কালিঘাট মাঠে গরলগাছা ২-০ গোলে হারায় কাশিপুর সরস্বতী ক্লাবকে।

এদিন চতুর্থ ডিভিশনের খেলায় স্পোর্টিং ইউনিয়ন ও পাইকপাড়া স্পোর্টিং ১-১ গোলে ম‍্যাচ শেষ হয়। উত্তরপাড়া স্পোর্টিং ১-০ গোলে হারায় সেন্ট্রাল ক‍্যালকাটাকে। মৈত্রী সংঘ ও বেহালা অ‍্যাথলেটিক ক্লাব ১-১ গোলে ম‍্যাচ ড্র হয়েছে। শ‍্যামবাজার ইউনাইটেড ২-১ গোলে হারায় যাদবপুর অগ্রগামীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here