ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গুরুতর অসুস্থ সুভাষ ভৌমিকের পাশে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান। পাশে আছেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিকের সব রকম সাহায্য করতে প্রস্তুত এক ঝাঁক প্রাক্তনরা।
শুক্রবার বিকেলে নব মহাকরণে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর ঘরে সুভাষ ভৌমিকের চিকিৎসার পরিকল্পনা নিয়ে একটি জরুরী সভা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাঁজি, মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বসু, মানস ভট্টাচার্য প্রমুখ প্রাক্তন ফুটবলাররা। ছিলেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার, মোহনবাগানের দেবাশিস দত্ত, মহমেডানের কামরুদ্দিন ও আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি।
কোচ সুভাষ ভৌমিক দীর্ঘদিন ধরে সুগার এবং কিডনির অসুখে ভুগছেন। প্রায় সাড়ে তিন মাস তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হচ্ছে। ২৩ বছর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছিল। পাশাপাশি গত কয়েকদিন ধরে বুকে সংক্রমণের জন্য তিনি ভর্তি রয়েছেন একবালপুরের একটি নার্সিংহোমে।
ঠিক হয়েছে, কোভিড ব্যধি অতিক্রম করে মেডিকা হাসপাতালে তাঁর চিকিৎসা করা হবে। যেহেতু সুভাষ ভৌমিকের বর্তমানে আর্থিক অবস্থা ভাল নয়,তাই তাঁর চিকিৎসা হবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই। হাসপাতাল সূত্রের খবর, সুভাষ ভৌমিকের কিডনি প্রতিস্থাপন করতে হবে। তার জন্য বহু টাকার খরচা। চিকিৎসা হবে মেডিকা হাসপাতালে। স্বাস্থ্যসাথী কার্ড এর পরেও অর্থের প্রয়োজন হলে তবে আই.এফ.এ. সহ কলকাতা তিন প্রধান আর্থিকভাবে তাঁর পাশে দাঁড়াবে।
প্রসঙ্গত উল্লেখ্য, মেডিকা হাসপাতালের চিকিৎসকদের একটি মেডিক্যাল দল খতিয়ে দেখছে।