সুব্রতর হাত দিয়েই শ‍্যামনগরে শুরু ফুটবল ফেস্টিভ্যাল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২০ মার্চ : পায়ে পায়ে মাত্র দুই বছরে পা রাখল শ‍্যামনগরের বটতলা ইয়ং স্টার ক্লাবের “ফুটবল ফেস্টিভ্যাল।” কিন্তু এই দুই বছরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ‍্যে সারা ফেলে দিয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। রবিবার বিকেলে শ‍্যামনগরের অন্নপূর্ণার মাঠে “অর্জুন” সুব্রত ভট্টাচার্যর হাত ধরে খরগপুর ও বৈদ‍্যবাটির ম‍্যাচ দিয়ে শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের “শ‍্যামনগর ফুটবল ফেস্টিভ্যাল।” সুব্রত ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখার্জি, মহম্মদ রফিক, স্নেহাশিস চক্রবর্তী, জগদীশ ঘোষ, জর্জটেলিগ্রাফের কোচ রঞ্জন ভট্টাচার্য। অন্নপূর্ণা মাঠে উপস্থিত থেকে ফুটবল উৎসব চাক্ষুস করলেন বিশেষ অতিথি ইংল্যান্ডের Bolton Wanderers ক্লাবের গ্লোবাল ডেভলপমেন্ট ম্যানেজার পল ওয়াজনি এবং পথিকৃৎ সরকার।

এছাড়াও উদ্বোধনী ম‍্যাচে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, কল‍্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায় চৌধুরী, পুলিশ মহলের পদাধিকারীরা।

একদা বাংলা তথা ভারতীয় ফুটবলে রাজ করেছে উত্তর ২৪ পরগনা জেলা ফুটবল। আর এই জেলা ফুটবলে শ‍্যামনগর ছিল অন‍্যতম। এই শ‍্যামনগরে সবুজ সংঘ ও তরুণ সংঘ একটা সময় ‘মোহনবাগান-ইস্টবেঙ্গল’-এর লড়াইয়ের মেজাজ ছিল। এই শ‍্যামনগরের যুগের প্রতীক ক্লাব থেকে উঠে এসেছে একাধিক ফুটবলার। প্রশান্ত মিত্র, কেষ্ট পাল, সূর্যকান্ত ঘোষাল (বুলিদা), অশোকলাল ব‍্যানার্জি থেকে শুরু করে ফুটবল তৈরির কারিগর মুরারি সুর, ‘অর্জুন’ সুব্রত ভট্টাচার্য – কত কত ফুটবলার উঠে এসেছে এই শ‍্যামনগর থেকে। তালিকাটা দীর্ঘ।

পরবর্তীকালে যতদিন গিয়েছে এই জেলার ফুটবল তলানিতে এসে পৌঁছে গিয়েছে। উদ‍্যোগী হয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের একত্রিত করে মরে যাওয়া ফুটবলে প্রাণ ফেরানোর চেষ্টায় শ‍্যামনগরের নবাব ভট্টাচার্য।

গতবছরও এই ফুটবল ফেস্টিভ্যালে হাজির ছিলেন আইএম বিজয়ন, সুব্রত ভট্টাচার্য,প্রয়াত সুভাষ ভৌমিক। এই বছর উদ্বোধনী অনুষ্ঠানের মুখ ছিলেন শ‍্যামনগরের ছেলে বাবলু ওরফে সুব্রত ভট্টাচার্য।

আমরা যখন খেলতাম তখন শ‍্যামনগরের ফুটবল চর্চা খুব ভাল ছিল। প্রত‍্যেক সপ্তাহে আমি মোহনবাগানের হয়ে লিগ খেলেছি,অফিস লিগ খেলেছি। আবার শনিবার,রবিবার জেলা লিগ খেলেছি। বাংলার ফুটবল পিছিয়ে পড়েছে। বিপন্ন। নবাব সবাইকে নিয়ে চেষ্টা করছে। ওর পাশে থাকবো।” বলছিলেন সুব্রত ভট্টাচার্য।

ফাইনাল আগামী ২৭ মার্চ। এবছরের সমস্ত খেলা ডে নাইট হিসেবে হবে। খেলা শুরুর সময় বিকেল ৫ টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here