◆সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সুপ্রিম কোর্টের রায়ে বিরাট স্বস্তি বিসিসিআইয়ের। স্বস্তি সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ-র। বুধবার আদালতের রায়ের পর সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ আরও ৩ বছর বোর্ডের সভাপতি ও সচিব পদে থাকতে পারবেন। কুলিং অফ পিরিয়ড – এর সংশোধন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল বোর্ড। সেই আবেদনকে গ্রহণ করে কোর্ট জানিয়েছে, রাজ্য সংস্থা ও বিসিসিআইয়ে আলাদা ভাবে টানা ৬ বছর কেউ কোনও পদে থাকতে পারবেন। সেক্ষেত্রে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহ আরও তিন বছর ক্ষমতায় থাকতে পারবেন। অর্থাৎ ২০২৫ সাল পযর্ন্ত বোর্ডের সভাপতি ও সচিব পদে থাকতে পারবেন সৌরভ ও জয়।
বুধবার বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন। সৌরভ ২০১৫ সালে বাংলার ক্রিকেট সংস্থা সিএবির প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০১৯ পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৯ সালেই বোর্ডের প্রেসিডেন্ট হন সৌরভ। সেক্ষেত্রে ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকবেন সৌরভ।
তবে এই রায়ের ফলে সিএবির বর্তমান সভাপতি অভিষেক ডালমিয়াকে সরে যেতে হচ্ছে। কারণ তিনি ২০১৫ সালে সিএবির সচিব পদে এসেছিলেন। ২০১৯ সালে সভাপতি পদে বসেন। ইতিমধ্যে অভিষেকের টানা সাত বছর হয়ে গিয়েছে। এবার তাঁকে কুলিং পিরিয়ডে চলে যেতে হবে।