সুপার সিক্সে খিদিরপুর না রেল? জরুরি বৈঠক ডাকল IFA

0

◆খিদিরপুর ও ইউনাইটেড স্পোর্টস ম‍্যাচ◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : শুক্রবার কলকাতা প্রিমিয়ার ডিভিশনের ‘এ’গ্রুপের লিগের শেষ ম‍্যাচ হয়ে গেল। ভবানীপুর আজ পিয়ারলেসের সঙ্গে ১-১ ড্র করার পর ১০ ম‍্যাচ খেলে ২৩ পয়েন্ট পেয়ে সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। একই সঙ্গে এরিয়ানও (১০ ম‍্যাচে ১৮ পয়েন্ট ও গোল পার্থক‍্য +৪) সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। তৃতীয় দল হিসেবে খিদিরপুর স্পোর্টিং ক্লাব না রেলওয়ে এফসি- কোন দল সুপারে যাবে? তাই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এদিন সন্ধ‍্যায় এই বিষয় নিয়ে আইএফএতে ব‍্যাপক চর্চা হলেও সরকারি ভাবে সিদ্ধান্ত জানানো হয়নি। আজ,শনিবার বিকেল তিনটের সময় এই বিষয় নিয়ে আইএফএ-এর সিএফএল কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সেই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

রেলওয়ে এফসি ও টালিগঞ্জের ম‍্যাচের একটি মুহূর্ত

প্রসঙ্গত, সুপারে ওঠাল লড়াইয়ে খিদিরপুর ও রেলওয়ে এফসি – দুটি দলই ১০ ম‍্যাচ খেলে ১৮ পয়েন্টে দাঁড়িয়ে। কিন্তু গোল পার্থক‍্যে রেলের +৩ আর খিদিরপুরের +১। হিসেব মতন তৃতীয় দল হিসেবে রেলের সুপারে যাওয়ার কথা। কিন্তু খিদিরপুরের দাবি সাদার্ন ম‍্যাচে ওয়াকওভার ম‍্যাচে তিন পয়েন্টের সঙ্গে তিন গোলও তাঁরা পাবে। সেক্ষেত্রে গোল পার্থক‍্যে +৪ নিয়ে তৃতীয় দল হিসেবে সুপারে ওঠার কথা খিদিরপুরের। তবে জানাগেল আইএফএ-রুল বুকেও নাকি আছে পয়েন্ট এক হয়ে গেলে আগে দেখা হবে কত গোল দিয়েছে,কত গোল খেয়েছে। সেইদিক দিয়ে খিদিরপুরের সুপারসিক্সে ওঠার কথা। রেলওয়ে এফসির কর্তা রাজু দত্ত ‘ইনসাইড স্পোর্টস’-এর কাছে দাবি করলেন, ‘মডালিটিতে এমন নিয়ম আমি দেখিনি। আমাদের পাইয়ে দিতে হবে না। কিন্তু আমাদের প্রাপ‍্য দিতে হবে। আমরা সহজে ছাড়বো না। কাল মিটিংয়ে দেখা যাবে।” দুটি দলের দাবি, আইএফএ ভুল সিদ্ধান্ত নিলে আইনের পথে যাবে।

এদিকে শুক্রবার প্রিমিয়ার লিগের ‘এ’ ডিভিশনের খেলায় খিদিরপুর ও ইউনাইটেড স্পোর্টস ম‍্যাচ ১-১ গোলে শেষ হয়। সুপারে উঠতে ব‍্যর্থ হল ইউনাইটেড স্পোর্টস। এরিয়ান ১-০ গোলে হারাল বিএসএসকে। জর্জ টেলিগ্রাফ ২-০ গোলে হারাল সাদার্ন সমিতিকে। রেলওয়ে এফসি ও টালিগঞ্জ অগ্রগামী ম‍্যাচ ২-২ গোলে শেষ হয়েছে। অন‍্যদিকে প্রিমিয়ার ‘বি’ গ্রুপে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ৩-১ গোলে হারাল কালিঘাট এমএস। প্রিমিয়ার ‘এ’ গ্রুপে পৌঁছে গেল কালিঘাট এম এস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here