◆সংক্ষিপ্ত স্কোর◆
◆বাংলা – (৩১০ / ২৯১/৫ ডিক্লেয়ার)
◆হিমাচল প্রদেশ – (১৩০/ ৭৯/১)
◆বাংলা ৩৯৩ রানে এগিয়ে
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অনুষ্টুপের পর এবার শতরান করলেন সুদীপ ঘরামি। রনজি ট্রফির ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে চমৎকার ব্যাট করে ১০১ রানের ইনিংস খেললে সুদীপ ঘরামি। সুদীপ ছাড়াও অধিনায়ক মনোজ তিওয়ারি ৫০,অনুষ্টুপ মজুমদার ৩৮ রান করেছেন। বাংলা ৫ উইকেটে ২৯১ রান করে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। হিমাচল প্রদেশের সামনে ৪৭১ রানের লক্ষ্য মাত্রা রাখে বাংলা।
রানের পাহাড় সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে হিমাচল প্রদেশ এক উইকেট হারিয়ে ৭৯ রান করেছে।
শুক্রবার ম্যাচের শেষ দিন। হিমাচলকে ছিততে হলে করতে হবে ৩৯৩ রান। আর বাংলাকে জিততে হলে প্রয়োজন ৯টি উইকেট। বাংলার বোলারদের হাতে ম্যাচ। শীতের ইডেনের সকাল সব সময় বোলাররা সাহায্য পেয়ে থাকে। বাংলা শিবির প্রথম দু ঘন্টায় কয়েকটা উইকেট তুলে নিয়ে জয়ের রাস্তা তৈরি করতে মরিয়া।