সিরিজ জিতল ভারত, ইডেনে এখন নিয়মরক্ষার ম‍্যাচ

0

নিউজিল্যান্ড: ১৫৩/৬ (ফিলিসপ-৩৪, হর্ষল ২৫/২)
ভারত: ১৫৫/৩ (রাহুল-৬৫, রোহিত-৫৫ সাউদি-১৬/৩)
৭ উইকেটে জয়ী ভারত

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আগামী রবিবার ইডেনে টি-২০ ম‍্যাচের টিকিট ঘিরে উত্তেজনা গত চারদিন ধরেই চলছে। সেই ম‍্যাচের (ভারত-নিউজিল‍্যান্ড) টিকিট পেতে ময়দানের বিভিন্ন ক্লাব, সিএবিতে হন‍্যে হয়ে বসে ছিলেন ক্রিকেট প্রেমীরা, আর সেই ম‍্যাচ হয়ে গেল নিয়মরক্ষার ম‍্যাচ। কারণ,শুক্রবার রাঁচিতে নিউজিল‍্যান্ডকে হারাতেই ইডেনের ম‍্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার ম‍্যাচে পরিণত হয়ে গেল।

তিন ম‍্যাচের টি-২০ সিরিজে পরপর দুটি ম‍্যাচে নিউজিল‍্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ভারত। এদিন, টস জিতে নিউজিল‍্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব‍্যাট করতে নেমে শুরুটা বেশ চোখ ধাঁধানোই করেছিলেন কিউই ব‍্যাটসম‍্যান গাপ্তিল ও মিচেল। দু’জনেই ৩১ করে রান করেন। ১০ ওভারেই ৯০ রান করে বড় রানের ইনিংস তৈরি করতে যাচ্ছিলেন কিউইরা। কিন্তু ভারতীয় পেস এবং স্পিন অ্যাটাকের কাছে হার মানতে হয় কিউয়ি মিডল অর্ডারকে। গ্লেন ফিলিপস অবশ্য খানিকটা দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন। তবে মূল্যবান সময়ে হর্ষল প্যাটেল তুলে নেন তাঁর উইকেটটি। হর্ষলের সংগ্রহে জোড়া উইকেট। ভুবনেশ্বর, দীপক চাহার, অক্ষর প্যাটেল ও অশ্বিনরা একটি করে উইকেট পেয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে নিউজিল‍্যান্ড। জবাবে ব‍্যাট করতে নেমে আত্মবিশ্বাসী ছিলেন ভারতী ব‍্যাটসম‍্যানরা। ৬ টি চার ২টি ছয়ের সাহাযে ৬৫ রান করেন লোকেশ রাহুলের। আর অধিনায়ক রোহিত ৩৬ বলে ৫৫ রান করেন। ১৭,২ ওভার বাকি থাকতে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সাত উইকেটে জিতে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল ইন্ডিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here