ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ছিল একশো ওভারের খেলা। হল মাত্র ২১.৩ ওভার। রবিবাসরীয় এশিয়া কাপের ফাইনালটা যারা উপভোগ করবে বলে টিভির সামনে বসেছিলেন তারা ঠিক মতো গুছিয়ে বসতে না বসতেই ম্যাচ শেষ! এর মূল কারণ হল ভারতীয় বোলার মহম্মদ সিরাজ। তিনি শ্রীলঙ্কাকে একাই শেষ করে দিলেন।
রবিবার এশিয়া কাপের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমেই সিরাজের বোলিংয়ে বেকাদায় পড়ে যান শ্রীলঙ্কার ব্যাটাররা। মাত্র ১২ রানেই ছ,’ছটি উইকেট হারিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় শ্রীলঙ্কার। না, ম্যাচে আর ফিরে আসতে পারেনি। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানেই ইনিংস শেষ হয়ে যায় শ্রীলঙ্কার।
মহম্মদ সিরাজ একাই নিয়েছেন ৬ উইকেট। তিনি ৭ ওভার বল করে একটি মেডন ও ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন সিরাজ। হার্দিক পান্ডিয়া তিনটি এবং বুমরা একটি উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কার ৫০ রানের জবাবে ভারত ব্যাট করতে নেমে ৬.১ ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে ফেলে। ঈশান কিশান ২৩ (১৮) ও সুবমন গিল ২৭ (১৯) রান করেন। ভারত ১০ উইকেটে জিতে এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল। ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সিরাজ। টুর্নামেন্টের সেরা হয়েছেন কুলদীপ যাদব।
ম্যাচের শেষে সিরাজ জানিয়েছেন,”উইকেটে ইনসুইংয়ের থেকে আউট সুইং বেশি হচ্ছিল। আমি সেটাই কাজে লাগিয়েছি। আজ আমার ক্রিকেট কেরিয়ারে স্বপনের দিন।”