সিডনি টেস্ট: চালকের আসনে অস্ট্রেলিয়া

0

◆অস্ট্রেলিয়া: ৩৩৮ ও ১০৩/২ (লাবুশানে-৪৭, স্মিথ-২৯)
◆ভারত: (প্রথম ইনিংস )- ২৪৪ (পূজারা-৫০, পন্থ-৩৬)
◆তৃতীয় দিনের শেষে ১৯৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,কলকাতা,৯ জানুয়ারি : টিম ইন্ডিয়ার শিবিরে ক্রমশ চাপ বাড়ছে। সিরিজের সিডনি টেস্টের তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় আছে অস্ট্রেলিয়া।

এদিন প্যাট কামিন্সের ঝোড়ো বোলিংয়ের সামনে টিকতে পারেনি ভারতীয় মিডল অর্ডার। একাই চারটে উইকেট তুলে নেন দুটি উইকেট। ২৪৪ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ৫০ রান করে পূজারা আউট হয়ে যাওয়ার
পর থেকেই একে একে উইকেট পড়তে থাকে। চোটগ্রস্ত পন্থ ফেরেন ৩৬ রান করে।


এদিন ব্যাট করার সময় প্যাট কামিন্সের বাউন্সার এসে সোজা লাগে পন্থের বাঁ-হাতে। মাঠে ছুটে আসেন ফিজিও। সাময়িকভাবে ব্যথা থেকে মুক্তি পেয়ে আরও খানিকটা ব্যাট করেন। কিন্তু হ্যাজলউডের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে ৩৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় উইকেটকিপার। বিসিসিআই জানায়, পন্থের চোট কতখানি গুরুতর তা নিশ্চিত হতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যানের জন্য। স্ক্যান রিপোর্টেই স্পষ্ট হবে তরুণ তারকা চলতি টেস্টে মাঠে নামতে পারবেন কি না। একই দিনে চোট পান জাদেজাও। তাঁকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঋষভ পন্থের পর একই দিনে জাদেজার চোট ভাবিয়ে তুলেছে টিম ইন্ডিয়া ম‍্যানেজমেন্টকে।

দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নেমে মাত্র দলের ১৬ রানের মধ‍্যে ওপেনার উইল পুকোস্কিভ (১০) আউট হওয়ায় চাপে পড়ে যায় অজি বাহিনী। দলের ৩৬ রানের মাথায় রানের মাথায় অশ্বিনের বলে আউট হয়ে প‍্যাভিলিয়নে ফিরে যান ডেভিড ওয়ার্নার (১৩)। তবে দ্বিতীয় ইনিংসের শুরুর ধাক্কা সামলে দেন লাবুশানে(৪৭) ও স্মিথ(২৯)। মূলত এই দুই ব্যাটসম‍্যানের উপর ভর করে ভালই এগোচ্ছে অস্ট্রেলিয়া। রবিবার, টেস্টের চতুর্থদিনের প্রথম তিন ঘন্টা অস্ট্রেলিয়া ব‍্যাট করতে পারলে আরও চাপে পড়ে যাবে ভারত। ৪০০ রানের লক্ষ‍্যমাত্রা রাখলে রায়নাদের এই টেস্ট ম‍্যাচ বাঁচানো কঠিন হয়ে যাবে। তাই ভারতীয় শিবিরের লক্ষ‍্য রবিবার প্রথম দুঘন্টায় কয়েকটা উইকেট তুলে নেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here