ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কিছুদিন আগে কলকাতা সফরে এসে গোপীচাঁদ পুলেল্লা বলেছিলেন,”সমস্যা কাটিয়ে সিন্ধু খুব শীঘ্রই সাফল্য পাবে।” সেটাই হল। রবিবার সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হয়ে ফের সাফল্য পেয়ে গেলেন হায়দরাবাদের কন্যা পি ভি সিন্ধু। এদিন সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে তিন গেমের ম্যাচে হারালেন ভারতীয় শাটলার সিন্ধু। ম্যাচের স্কোরলাইন ২১-৯, ১১-২১, ২১-১৫ ৷
ইদানিং যে কোনও টুর্নামেন্টে শেষ চারে গিয়ে আটকে যাচ্ছিলেন সিন্ধু। এবার সেই সমস্যা কাটিয়ে ফের চ্যাম্পিয়ন হলেন। এদিন ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে শুরু করেন গোপীচাঁদের ছাত্রী সিন্ধু। প্রসঙ্গত উল্লেখ্য,
সম্প্রতি দু’টি সুপার -৩০০ টুর্নামেন্ট জিতেছেন পি ভি সিন্ধু ৷ সৈয়দ মোদি কাপ এবং সুইস ওপেন ৷ এবার এবছরের প্রথম সুপার-৫০০ টুর্নামেন্টও জিতে নিলেন তিনি ৷ সিঙ্গাপুর ওপেন ফাইনালে চিনা প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে তিন গেমের ম্যাচে ২-১ ফলাফলে হারালেন সিন্ধু ৷