সিএবি সভাপতি পদের নির্বাচনের লড়াইয়ে নামছেন সৌরভ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আন্দাজ একটা করা হচ্ছিল। সেই আন্দাজটাই সত‍্যি হল। হ‍্যাঁ, আসন্ন সিএবি নির্বাচনের লড়াইয়ে নামছেন বিসিসিআইয়ের সদ‍্য প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি।

শনিবার সন্ধ‍্যায় ইডেনে এসে সবাইকে অবাক করে দিয়ে সৌরভ ঘোষণা করেছেন,”আমি নির্বাচনে লড়তে চলেছি। আগামী ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে রয়েছে।” হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন? প্রশ্নের উত্তরে সৌরভ বলতে থাকেন,”এত কারণ বলতে পারব না। আমি নির্বাচনে দাঁড়াচ্ছি। এটাই জানাচ্ছি।” পরে তিনি অবশ‍্য জানান, গত পাঁচ বছর সৌরভ সিএবি-তে ছিলেন। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারবেন। ২০ তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারবেন বলে আশা করছেন।

সৌরভ এ দিন ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ইদানীং যে কুৎসা চলছে তাঁর জবাব দিতেই নির্বাচনে লড়তে চলেছেন। একদিকে বিসিসিআই থেকে জঘন‍্য ভাবে তাঁর অপসারণ কিছুতেই মানতে পারছেন না সৌরভ। পাশাপাশি সোসাল মিডিয়ায় সৌরভ সম্পর্কে নেতিবাচক প্রচারও চলছে। অনেকেই বলছেন তিনি এতদিন যে পদে এসেছেন তা সিলেকশনের উপর ভরসা করে। ইলেকশন করে আসার সাহস তিনি দেখাতে পারেননি। কেউ কেউ স্পষ্ট করে বলেছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের জন‍্য সিএবি সভাপতি হয়েছেন। বিসিসিআই সভাপতি হয়েছেন মোদী ও অমিত শাহর জন‍্য। এই কুৎসা ভাল ভাবে নিতে পারেননি সৌরভ। এই কুৎসার জবাব দিতেই ফের সিএবি সভাপতি হওয়ার জন‍্য লড়াইয়ে নামছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here