ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সিএবি প্রথম ডিভিশন লিগে একই দিনে বিদায় নিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। ফাইনালে মুখোমুখি হবে কালীঘাট ও ভবানীপুর।
শুক্রবার সিএবি-র ঘরোয়া লিগের প্রথম ডিভিশনে সেমিফাইনালে হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এদিন, কালীঘাট হারাল ইস্টবেঙ্গলকে। অপর সেমিফাইনালে ভবানীপুর হারাল মোহনবাগানকে।
তিন দিনের ম্যাচে মোহনবাগান প্রথমে ব্যাট করে ২৪৯ রান করে। সুদীপ চট্টোপাধ্যায় (০), অনুষ্টুপ মজুমদার (৫) ব্যর্থ হলেও অভিমন্যু ঈশ্বরণ ৭০ রান করেন। আসলে ভবানীপুরের দুই বোলার অলোক প্রতাপ সিং ও দুর্গেশ কুমার দুবের ঝোড়ো বোলিংয়ের সামনে বেসামাল হয়ে আর ঘুরে দাঁড়াতে পারেননি মোহনবাগানের ব্যাটাররা। অলোক ৫টি এবং দুর্গেশ ৪টি করে উইকেট নিয়েছেন।
শুক্রবার বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ ছিল। আর সেই কারণেই ভবানীপুরের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৪১ রান। ৭৬.৪ ওভারে ৩ উইকেটে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভবানীপুর। দুরন্ত শতরান করেন অভিষেক রামন। তিনি ২৪৯ বলে ১২৩ রান করেন।
অপর সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ৪২৮ রান করে কালীঘাট। রবিকান্ত শুক্ল ঝকঝকে ১২৯ রানের ইনিংস খেলেন। এছাড়াও শ্রেয়ংশ ঘোষ (৮১) ও ঋতম পোড়েল (৫২) কালীঘাট ক্লাবকে বড় রানের ইনিংস গড়তে সাহায্য করেছেন। বৃষ্টির জন্য কালীঘাট-ইস্টবেঙ্গল ম্যাচও বিঘ্নিত। ইস্টবেঙ্গল ৫০.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১৫৪ রান। সুদীপ ঘরামি করেন ৪০ রান। জয়ী হয় কালীঘাট।
ছবি – ময়দান ক্রিকেটের ডায়রি-র সৌজন্যে