◆হাঁটু উচ্চতায় ঘাসে ভরা রেঞ্জার্স মাঠ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১১ সেপ্টেম্বর : আজ রবিবার কলকাতা ফুটবল লিগের চতুর্থ ও পঞ্চম ডিভিশনের ‘এ’ ও ‘বি’ গ্রুপের মোট ১০ টি ম্যাচ ছিল। কিন্তু বৃষ্টির জন্য ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে ময়দানের সব থেকে খেলার অনুপযুক্ত মাঠ রেঞ্জার্স মাঠে ফের ম্যাচ দিয়েছিল আইএফএ। মরসুমের শুরুতে জল- কাদায় এই রেঞ্জার্স মাঠে খেলার মতো পরিস্থিতি ছিল না। কয়েকটি ম্যাচ দেওয়ার পর আইএফএ এই মাঠে ম্যাচ দেওয়া বন্ধ করে দিয়েছিল। সম্ভবত ১৯ জুলাই ‘কুখ্যাত’রেঞ্জার্স মাঠে শেষ ম্যাচ হয়েছিল। তারপর আজ রবিবার এই মাঠে পঞ্চম ডিভিশনের ‘বি’ গ্রুপের বুদ্ধিস্ট ক্লাব ও বেলেঘাটা বালক বৃন্দর ম্যাচ দেওয়া হয়েছিল।
এই মুহূর্তে রেঞ্জার্স মাঠ আগাছায় ভর্তি। মূল মাঠের তিনটি দিকে হাঁটু পর্যন্ত ঘাস। জল জমে তা আরও ভয়ঙ্কর অবস্থা। মাঠে পরে আছে মদের বোতল। এই ধরনের মাঠে খেলা মানেই ফুটবলারদের চোট পাওয়ার সম্ভাবনা প্রবল। লিগ চলার সঙ্গে সঙ্গে ফুটবলারদের সুরক্ষার দিকটাও ভেবে দেখার প্রয়োজন। এমন জঘন্য মাঠে কেন খেলা দিল আইএফএ? প্রশ্ন উঠছে। স্বাভাবিক কারণেই এদিন এই মাঠে ম্যাচ শুরুই করা যায়নি। এই ডিভিশনেই বৃষ্টির জন্য আড়িয়াদহ স্পোর্টি -বাগমারি ক্লাব (পুলিশ মাঠ), ‘এ’ গ্রুপের ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন-ক্যালকাটা রেঞ্জার্স (বিজি প্রেস), চতুর্থ ডিভিশনের যাদবপুর অগ্রগামী-আরটি স্পোর্টিং (ওয়াইএমসিএ) এবং বাটা স্পোর্টস-জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন (ইউনিভার্সিটি) ম্যাচ বাতিল হয়ে গিয়েছে।
তবে বাকি পাঁচটি ম্যাচে একটি হ্যাটট্রিক হয়েছে। পঞ্চম ডিভিশনের ‘এ’ গ্রুপের খেলায় সারদাচরণ এসি ৭-০ গোলে হারায় বেঙ্গল স্পোর্টিং ক্লাবকে। সাকিল চারটি গোল করেছে। একটি করে গোল করেছে রূপম,সুরজিৎ ও সৃঞ্জয়। এই গ্রুপেই ফেডারেশন ক্লাব ৫-০ গোলে হারায় ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাবকে। ফেডারেশনের হয়ে সৌম্যদীপ দাস দুটি এবং প্রিয়াংশু মন্ডল, শুভজিৎ মন্ডল ও শুভ ধারা একটি করে গোল করে।
ইন্ডিয়া ক্লাব ১-০ গোলে হারায় বরনগর শিবশঙ্কর স্পোর্টিং ক্লাবকে। জয়সূচক গোলটি করে অভিষেক মন্ডল। পঞ্চম ডিভিশনের ‘বি’ গ্রুপের খেলায় গার্ডেনরিচ ও কারবালা স্পোর্টিং ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়েছে। চতুর্থ ডিভিশনের খেলায় ওয়াইএমসিএ (কলেজ) ৪-০ গোলে হারায় দক্ষিণ কলিকাতা সংসদকে।