ভারত – ০ সশ্রীলঙ্কা – ০
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আবার ড্র! সাফ কাপে বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কার কাছেও আটকে গেল ভারতীয় ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১০৫ নম্বর। আর এদিন প্রতিপক্ষ শ্রলীঙ্কার র্যাঙ্কিং ২০৬। এমন একটা দুর্বল দলের বিরুদ্ধে গোল করতে ব্যর্থ সুনীল ছেত্রীরা। কুৎসিত ফুটবল উপহার দিলেন সুনীল, উদান্তরা। গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ। ম্যাচের ফলাফল গোলশূন্য।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে নেপাল। রবিবার নেপালের বিরুদ্ধে খেলবে ভারত। পরের পর্বে যেতে হলে নেপাল ও মলদ্বীপের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। গ্রুপের প্রথম দুটি দল পরের রাউন্ডে যাবে।
সাফ চ্যাম্পিয়নশিপে ভাল ফলের স্বপ্ন ক্রমেই ধুসর হয়ে উঠছে। সেই সঙ্গে কোচ বদলের দাবি উঠছে ৷ ক্রোয়েশিয়ার কোচ ইগর স্টিমাচ ভারতীয় দলের কোচ। সাফ কাপে দল ব্যর্থ হলে ফেডারেশন কর্তারা কি করেন সেটাই দেখার অপেক্ষায় ভারতীয় ফুটবল মহল।