ভারত – ৩ (মনভীর,সুনীল -২)
মিলদ্বিপ – ১ { আসফাক)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ভারতীয় দলের ফুটবলাররা অনেক কষ্টে কামব্যাক করেছিলেন গত নেপাল ম্যাচে। এদিন, কঠিন প্রতিপক্ষ সাফ কাপের আয়োজক দেশ মালদ্বীপকে ৩-১ গোলে হারাল ভারতীয় ফুটবল দল।
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে গেলে মলদ্বীপকে এদিন হারাতেই হতো ভারতীয় দলকে। সুনীলদের কাছে আর কোনও রাস্তা খোলা ছিল না। প্রথমার্ধেই মনভীরের গোলে ভারত এগিয়ে যায়। কিন্তু এই গোলটি ধরে রাখতে পারেনি ভারত। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফেরে মালদ্বীপ।
তবে প্রথম ৪৫ মিনিটে গোলের বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রীর জোড়া গোলে ৩-১ ম্যাচ জেতে ভারত। সাফ কাপের প্রথম দুটি ম্যাচে জঘন্য ফুটবল খেলে ড্র করেন সুনীল ছেত্রীরা। পরে নেপালের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পাওয়ার পর বুধবার মালদ্বীপকে হারায় ভারত। স্টিমাচের দল একটা সময় দশজনে খেলে। শুভাশিস লাল কার্ড দেখায় দশজনে খেলেও ম্যাচ জিতে সাফ কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত।