ভারত – ১ (সুনীল ছেত্রী)
নেপাল – ০
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্র করে চাপে ছিল ইগর স্টিমাচের ছেলেরা। সাফ কাপে টিকে থাকতে হলে এদিন নেপালের বিরুদ্ধে ভারতকে জিততেই হত। এই অবস্থায় বিশাল চাপ নিয়ে দুর্বল নেপালের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল।
ম্যাচের শুরুর দিকে দুটি দলই ছিল রক্ষনাত্মক। পরে ম্যাচের বয়স যত বেড়েছে ভারত আক্রমণে উঠেছে। গোল করার দুটো সহজ সুযোগ নষ্ট করে ভারত। ৩৪ মিনিটে সুনীল ছেত্রী ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি। এদিন ডান প্রান্ত থেকে ইয়াসিরের বাড়ানো বল যখন সুনীল পেলেন, তখন গোল ফাঁকা। বিরতির ঠিক আগে সুনীলের কাছ থেকে বল পেয়ে মনবীরও গোল করতে পারেননি।
ম্যাচে ভারতের বল পজিশন বেশি থাকলেও খেলা মোটেও ভাল হয়নি। অনেক কষ্টে ৮২ মিনিটে গোল করতে সক্ষম হয় ভারত। ব্রেন্ডনের ভাসানো ক্রস হেড করে সুনীল ছেত্রীকে দেন ফারুখ চৌধুরি। সেই বল ধরে জয়সূচক গোল করেন সুনীল।
তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে ভারত। তাদের শেষ ম্যাচ মলদ্বীপের বিরুদ্ধে, যারা ছ’পয়েন্ট পেয়ে লিগের শীর্ষে। ফাইনালে উঠতে গেলে মলদ্বীপের বিরুদ্ধে ভারতকে জিততেই হবে।