◆নেপালকে হারানোর পর ভারতীয় দলের ফুটবলাররা◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : নেপালকে হারিয়ে সাফ কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। আজ, বেঙ্গালুরুতে দুর্বল নেপালকে ২-০ গোলে হারাল ভারত। একটি করে গোল করেছেন সুনীল ছেত্রী ও মহেশ নাওরেম।
আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমার্ধে ভাল খেলতে পারেনি ভারত। এদিন নেপালের বিরুদ্ধেও তাই। প্রথমার্ধে বরং নেপাল প্রতি আক্রমণে উঠে গিয়ে পাল্টা চাপ বাড়াচ্ছিল। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটের মাথায় বাঁ দিক থেকে মহেশ নাওরেম বক্সের মধ্যে বল পাঠান সুনীল ছেত্রীকে। সেই বল ধরে গোল করে ভারতকে ১-০ গোলে এগিয়ে দেন সুনীল। প্রথম গোলের আট মিনিট পর মহেশ নাওরেম গোল করে জয় নিশ্চিত করেন। পরপর দুই ম্যাচে (পাকিস্তান ও নেপাল) জয় পেয়ে সাফ কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।