◆ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে সহ সভাপতি স্বরূপ বিশ্বাস ও সচিব অনির্বান দত্ত। বুধবার আইএফএ অফিসে।◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এবারের কলকাতা ফুটবল লিগে অংশ নিতে পারছে না সাই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া )। বুধবার আইএফএ কর্তারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনের ক্লাব কর্তাদের নিয়ে আলাদা করে তিনটি বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে সাইকে বাদ রেখেই প্রথম ডিভিশনের গ্রুপ বিন্যাস করা হল।
প্রসঙ্গত,সাই প্রথম ডিভিশনের দল। কিন্তু গত কয়েক মাস হল কলকাতা সাই থেকে ফুটবল বিভাগটাই তুলে দিয়েছে। হয়তো সেই কারণেই এবার আর লিগে অংশ নিতে পারছে না সাই। তাই তাদের বাদ দিয়ে ২৪টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হল।
একই দিনে দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনেও লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস করা হয়। আগামী ৬ জুলাই থেকে পঞ্চম ডিভিশনের মধ্যে দিয়ে এবারের কলকাতা লিগ শুরু হতে যাচ্ছে। তবে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনের খেলা কবে থেকে শুরু হবে তার চূড়ান্ত দিন এখনও ঘোষণা করেনি আইএফএ। তবে আইএফএ সূত্রের খবর, জুলাইয়ের মাঝামাঝি শুরু হয়ে যাবে।