ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : রবিবার থেকে সল্টলেকের সাইয়ের মাঠে শুরু হয়ে গিয়েছে ৭১তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বারোশোর বেশি প্রতিযোগী এই চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করছে। আগামী বুধবার প্রতিযোগিতার শেষ দিন।
রবিবার বিকেলে দমকল মন্ত্রী সুজিত বসু এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস, পিঙ্কি প্রামানিক, সরস্বতী সাহা এবং রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার সভাপতি বিবেক সহায় ও সচিব কমল মৈত্র।
রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার সচিব কমল মৈত্র জানান,”এই বছর ভেবেছিলাম, চ্যাম্পিয়নশিপটা যুবভারতীতে করব। কিন্তু ডুরান্ডের ম্যাচ চলছে। তাই যুবভারতী পেলাম না। তবে সাই প্রতি বছরই মাঠ দেয়। সাই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
এদিকে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ডোপ পরীক্ষার জন্য ব্যবস্থা সেই ভাবে করা যায়নি। প্রসঙ্গত,প্রতিবছর বহু কষ্টে স্পনসর জোগাড় করে রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ করে রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা। স্বাভাবিক ভাবেই ডোপ পরীক্ষার জন্য বড় অঙ্কের টাকা খরচ করার মতো পরিস্থিতি নেই রাজ্য সংস্থার। তবে ডোপ যাতে কোনও অ্যাথলিট করতে না পারে তার জন্য সতর্ক নজর রেখেছেন কর্তারা।