সমর্থকের তৈরি নকশার জার্সি উন্মোচন করলেন সঞ্জীব গোয়েঙ্কা

0

◆অনিরুদ্ধ থাপা ও কামিংসকে নিয়ে মোহনবাগানের নতুন জার্সি উন্মোচন করলেন সঞ্জীব গোয়েঙ্কা◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অনেকটা সেই পুরোনো দিনের মতোই ফিরে এলো মোহনবাগানের জার্সি। অতীতের মতোই ডান দিকে সবুজ আর বাঁ দিকে মেরুন রং। ঝকঝকে ডিজাইনের মোহনবাগান সুপার জায়ান্টের নতুন জার্সি উন্মোচন করলেন স্বয়ং সঞ্জীব গোয়েঙ্কা। আজ,মঙ্গলবার আরপিএসজি হাউসে দলের দুই নির্ভরযোগ‍্য ফুটবলার অনিরুদ্ধ থাপা এবং জেসন কামিংসকে সঙ্গে নিয়েই সবুজ এবং মেরুন রঙের নতুন জার্সিটি উন্মোচন করলেন। বক্তব‍্য রাখতে গিয়ে গোয়েঙ্কা জানান,”নতুন জার্সির নকশা তৈরির জন‍্য সমর্থকদের কাছে আবেদন করা হয়েছিল। নকশা তৈরি করে ৫ হাজার জন জার্সির নকশা জমা করেছিলেন। তার মধ‍্যে থেকে একজন সমর্থকের নকশা বেছে নিয়ে এবার আমরা নতুন জার্সি তৈরি করেছি।”

নিজের আরপিএসজি হাউসে বক্তব‍্য রাখছেন সঞ্জীব গোয়েঙ্কা

মোহনবাগানের সমর্থকদের মতামতকে গুরুত্ব দিয়ে ‘এটিকে’ সরিয়ে দিয়েছেন। এবার সমর্থকদের তৈরি নকশা দিয়েই নতুন জার্সি নিয়ে এলেন সঞ্জীব গোয়েঙ্কা। ঐতিহাসিক, ঐতিহ্যবাহী মোহনবাগানের সোনার ইতিহাসকে মাথায় রেখে সঞ্জীব গোয়েঙ্কা বলছিলেন, “আইএসএল, ডুরান্ড কাপের সঙ্গে এএফসি কাপেও খেলবে মোহনবাগান। মোহনবাগানের যে গৌরবের ইতিহাস রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হলে সাফল্য প্রয়োজন। সেই কারণেই অনিরুদ্ধ, কামিংসের মতো ফুটবলারদের সই করানো হয়েছে। শুধু প্রথম একাদশ নয়, রিজার্ভ বেঞ্চকেও শক্তিশালী করতে চেয়েছি। আমি মনে করি এই লিগে সব থেকে শক্তিশালী দল মোহনবাগানের। আশা করব মাঠে নেমে ফুটবলাররা নিজেদের সেরাটাই দেবে।”

গোয়েঙ্কা এই বছর সই করিয়েছেন অস্ট্রেলিয়ার কামিংসকে। অস্ট্রেলিয়া দলের হয়ে কাতার বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন কামিংস। তিনিবলছিলেন,”মোহনবাগান ক্লাবের একটা ইতিহাস আছে। গত বছর আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েছে। আশাকরি এই বছরও ভাল ফল করবে দল।” কাতার বিশ্বকাপে তাঁর স্মরণীয় মুহুর্ত কি? উত্তরে কামিংস বলেন,মেসির সঙ্গে পরিচয় করাটাই আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল। মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। মেসির খেলা দেখাটাই আমাদের কাছে একটা শিক্ষার মতো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here