সমর্থকদের দাবি মেনে আইএসএলে খেলুক ইস্টবেঙ্গল : বাইচুং

0

সন্দীপ দে

কলকাতা,৭ আগস্ট : সমর্থকদের দাবি মেনে আইএসএলে খেলুক ইস্টবেঙ্গল। আজ শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গলের বড় সম্পদ হল সমর্থক। তাঁদের প্রিয় ক্লাব দল ফুটবল খেলুক,এটাই সমর্থকরা চান। কাজেই সমর্থকদের কথা ভেবেই আইএসএলে খেলুক ইস্টবেঙ্গল। “ইনসাইড স্পোর্টস”-কেএমনটাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।

এক অনুষ্ঠানে বাইচুং, শনিবার কলকাতা প্রেস ক্লাবে।

শনিবার কলকাতা প্রেস ক্লাবে এসেছিলেন এক পর্যটন সংস্থার অনুষ্ঠানে। এই অনুষ্ঠান শুরুর আগে “ইনসাইড স্পোর্টস”-কে একান্তে বাইচুং জানালেন, “আমি শুনেছি, চুক্তি জট অনেকটাই কাটার পথে। তবু কোথাও আটকে আছে। আমি নিজে চুক্তিপত্র দেখিনি। তবে আমার মতে, সমর্থকদের কথা আগে ভাবতে হবে। সমর্থকদের একটাই দাবি, আইএসএল খেলতে হবে। ক্লাবের সম্পদ হল সমর্থকরা। কাজেই সমর্থকদের দাবি মেনে আইএসএলে খেলুক ইস্টবেঙ্গল।”

বাইচুং আরও জানান,”প্রাক্তন ফুটবলাররা একটা উদ‍্যোগ নিয়েছেন। মধ‍্যস্থতা করছেন। আমাকেও গতকাল ফোন করা হয়েছিল। আমি কাল দেখা করব। এখনও ঠিক কোন জায়গায় আটকে আছে, কথা বলে ভাল করে জানবো।”

কোয়েসের পর শ্রীসিমেন্টের সঙ্গেও ঝামেলা ইস্টবেঙ্গল কর্তাদের। আপনার মনে হয় না, এই ঘটনা গুলি কর্পোরেট জগতে ইস্টবেঙ্গলের সম্পর্কে খুব খারাপ বার্তা যাচ্ছে? উত্তরে বাইচুং বলেন,”খারাপ বার্তা তো যাচ্ছেই। এটা ক্লাবেরই ক্ষতি। ইনভেস্টররা আসছে বলেই তো আইএসএলে খেলার সুযোগ তৈরি হচ্ছে। ইস্টবেঙ্গলকে ইনভেস্টর এনে দিয়েছেন মুখ‍্যমন্ত্রী। দারুন ব‍্যাপার। তাই আবার বলছি, ক্লাবের উচিৎ সমর্থকদের দাবি মেনে আইএসএলে খেলতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here