◆বক্তব্য রাখছেন সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার বাইপাসের এক পাঁচতারা হোটেলে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ” সব কিছুরই একটা শেষ আছে। নতুন করে কিছু শুরু করতে হলে আবার শূন্য থেকেই সমস্ত কিছু শুরু করতে হয় । কোনও কিছুই একদিনে তৈরি হয় না। সচিন তেন্ডুলকার, নরেন্দ্র মোদিরা কিন্তু একদিনে এই জায়গায় আসেননি। বড় কিছু করতে হলে ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে হয়। সারা জীবন ধরে কেউ প্রশাসক থাকতে পারে না। আমিও বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছি। নতুন কিছু করতে হবে। শূন্য থেকেই শুরু করব।” কথাগুলি বলেছেন বিসিসিআইয়ের সদ্য প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি।
বৃহস্পতিবার বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে একটি বেসরকারি ব্যাঙ্কের অনুষ্ঠানে এসে বোর্ড সভাপতির পদ চলে যাওয়ার পর প্রথম মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন,” আমি এতদিন প্রশাসক ছিলাম, এখন অন্য কিছু করব।” তবে তিনি ঠিক কি করবেন তা পরিস্কার করে বলেননি। সৌরভ জানান, ভবিষ্যতে যাই করুন না কেন, আবার শূন্য থেকে তাঁকে শুরু করতে হবে। সৌরভের কথায়, “সবাই শেষটাই দেখে। কিন্তু সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে।”
২০১৯ সালের শেষ দিক থেকে ২০২২ এর চলতি মাসের কদিন আগে পযর্ন্ত তিনি বোর্ড সভাপতি ছিলেন। এই তিন বছরে তিনি কী কী করেছেন, তার একটি খতিয়ান তুলে ধরেছেন সৌরভ। বলেছেন, “কোভিডের মতো দুঃসহ সময়ে আমরা সফল ভাবে আইপিএল করতে পেরেছি। কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল রুপো পেয়েছে। ভারতের পুরুষ দল বিদেশের মাটিতে সাফল্য পেয়েছে।”
কোন সময়টা তার কাছে বেশি ভাল ছিল? অনুষ্ঠানের সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেছেন,” ক্রিকেটার হিসাবে সময়টা আলাদা ছিল। প্রশাসকের থেকে ক্রিকেটার হিসেবেই বেশি উপভোগ করেছি। দেশের হয়ে খেলার আনন্দটাই আলাদা। অনেক বেশি তৃপ্তি দিয়েছে।”