ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১০ অক্টোবর : কলকাতা লিগ কাম নকআউট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল হচ্ছে মঙ্গলবার সপ্তমীর দুপুরে। ম্যাচটি হবে কল্যাণী স্টেডিয়ামে। আর ফাইনাল ম্যাচ হবে লক্ষ্মী পুজোর আগেই, ১৮ অক্টোবর।
গতকাল (শনিবার) মহমেডান – ভবানীপুর ম্যাচের পর আইএফএ দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ এক মাস পিছিয়ে দিয়েছিল। দুটি ম্যাচের জন্য এক মাস পিছিয়ে দেওয়া নিয়ে ময়দানে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। অথচ আইএফএ সচিব জয়দীপ মুখার্জি দুই সপ্তাহ আগেও চেয়েছিলেন পুজোর আগেই লিগ শেষ করতে। তিনি যখন সচিবের দায়িত্ব আসেন সেই বছর পুজোর পরে লিগের চ্যাম্পিয়ন নির্নায়ক ম্যাচ খেলতে চেয়েছিল ইস্টবেঙ্গল। সেই সময় ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের অনুরোধ ফিরিয়ে দিয়ে পুজোর আগেই লিগ শেষ করেছিলেন জয়দীপ।
তাহলে এই বছর মাত্র দুটো ম্যাচের জন্য কেন নভেম্বরের ১২ তারিখ পর্যন্ত টেনে নিয়ে যেতে চেয়েছিলেন আইএফএ সচিব? শনিবার বিকেলে লিগের দুটি ম্যাচ এক মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনেকেই ভালভাবে মেনে নিতে পারেননি। বিশেষকরে ইউনাইটেড স্পোর্টস আপত্তি জানিয়েছিল। তারপরই শনিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনাল করতে উদ্যোগ নেওয়া শুরু করে আইএফএ।
সপ্তমীর দিন ম্যাচ করতে পুলিশ পাওয়া সত্যিই সমস্যার। সেই সমস্যা মিটে গিয়েছে। কল্যাণী স্টেডিয়ামের মাঠও পেয়ে গিয়েছে। ফলে আগামী মঙ্গলবার ম্যাচ করতে আইএফএ-র কোনও সমস্যা রইল না। আজ, বিকেলে আইএফএ সরকারি ভাবে লিগের দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল (১২ অক্টোবর ও ১৮ অক্টোবর ) দিন ঘোষণা করে।
এবার মোহনবাগান ও ইস্টবেঙ্গল না থাকায় লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে মহমেডান, ইউনাইটেড স্পোর্টস ও রেলওয়ে এফসির। ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গিয়েছে রেলওয়ে এফসি। দুর্দান্ত ছন্দে আছে অলোকেশ কুন্ডু, নবাব ভট্টাচার্যর ইউনাইটেড স্পোর্টস। অতীতে মোহনবাগান,ইস্টবেঙ্গল থাকা সত্বেও কলকাতা লিগে দু-দুবার রানার্স হয়েছে ইউনাইটেড স্পোর্টস। কিন্তু তাঁরা কখনও লিগ খেতাব জিততে পারেনি। এবার সেই সুযোগ এসেছে। পাশাপাশি মহমেডান স্পোর্টিংও গত ৪০ বছর লিগ জিততে পারেনি। মহমেডানও এবার লিগ জিততে মরিয়া। সব মিলিয়ে মঙ্গলবার মহা সপ্তমীর দুপুরে কল্যাণী স্টেডিয়ামে মহমেডান-ইউনাটেড ম্যাচটাই যেন এবারের লিগে ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে।