◆ক্রিকেট ইয়ারবুক প্রকাশ করার মুহুর্তে সন্দীপ পাতিল,সঙ্গে সম্পাদক তন্ময় ব্যানার্জি ও মুখ্য উপদেষ্টা সাংবাদিক দেবাশিস দত্ত◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদনঃ পায়ে পায়ে ২৫ বছরে পা রাখল বাংলার একমাত্র বাৎসরিক ক্রিকেট ম্যাগাজিন – ‘ক্রিকেট ইয়ারবুক’। আর এই ম্যাগাজিনের ২৫ তম সংস্করণ প্রকাশিত হল বিশ্বকাপজয়ী দলের সদস্য সন্দীপ পাতিলের হাত দিয়ে। শনিবার বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে আরটি নেটওয়ার্ক সলিউশনস-এর ২৫তম ‘ক্রিকেট ইয়ারবুক’এর আনুষ্ঠানিক প্রকাশ হয়ে গেল। এমন এক সুষ্ঠু অনুষ্ঠানে সন্দীপ পাতিল ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা, শরদিন্দু মুখার্জি, প্রণব রায়, অলিম্পিয়ান গুরবক্স সিং। ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, সচিব নরেশ ওঝা, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, অভিনেতা অঙ্কুশ, হার্মেজ ভয়েজেস-এর কর্ণধার অভিজিৎ দাস।
এই ম্যাগাজিন প্রকাশ অনুষ্ঠানে শুরু হয় জমছমাট ক্রিকেট আড্ডা। মূলত ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের নানান ঘটনাগুলি উঠে এসেছে এই আড্ডায়। সন্দীপ পাতিল বলছিলেন,’ তিরাশি বিশ্বজয়ের জন্য অধিনায়ক কপিলদেবের অপরাজিত ১৭৫ যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্ব দাবি করে অখ্যাত জিম্বাবোয়ের কাছে শক্তিশালী অস্ট্রেলিয়ার হারও। জিম্বাবোয়ে সেবার অস্ট্রেলিয়াকে না হারালে আমরা সেমিফাইনালে যেতে পারতাম না, ইতিহাসও লেখা হত না হয়ত।’ সহজ স্বীকারোক্তি সন্দীপের।
এই ‘ক্রিকেট ইয়ারবুক’-এর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে জুড়ে গিয়েছেন আরটি নেটওয়ার্ক সলিউশনস-এর কর্ণধার তন্ময় ব্যানার্জি। তিনি সফটওয়্যার জগতের মানুষ হলেও খেলাধূলার টানেই এখনও ময়দানে আসেন। কলকাতা লিগে তাঁর একটি ক্লাবও আছে। তন্ময় ব্যানার্জি ‘ক্রিকেট ইয়ারবুক’-এর সম্পাদক। আর মুখ্য উপদেষ্টা হলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্ত।
সম্পাদক তন্ময় ব্যানার্জি বলছিলেন,’ খেলাধূলাকে ভালবাসি বলেই এই প্রচেষ্টা। ইচ্ছে আছে ভবিষ্যতে ‘ক্রিকেট ইয়ারবুক’ টাকে ডিজিটালে নিয়ে আসা। অনেক পরিকল্পনা আছে। আমাদের বই প্রকাশ অনুষ্ঠানে আসার জন্য সবাইকে অভিনন্দন জানাই।’
সন্দীপ পাতিল বলেন,‘যে কোনও বই টানা ২৫ বছর ধরে প্রকাশিত হচ্ছে মানেই পাঠকরা গ্রহণ করেছেন। বইপ্রকাশের সমস্যাগুলো খুব ভাল করে জানি। তাই বুঝতে অসুবিধা নেই, কতটা পরিশ্রম থাকে এমন একটি বই প্রস্তুতিতে। সেটাও টানা ২৫ বছর ধরে করে যাওয়া নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য।’