◆মনিপুর – ৪ ( নওবা মিতেই, সুভাষ সিং, বিশ্বজিত হেমব্রম (আত্মঘাতী), নওচা সিং)
◆বাংলা – ১ ( সৌভিক কর)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৫ ফেব্রুয়ারি : এবারের সন্তোষ ট্রফি থেকে কার্যত বিদায় নিল বাংলা। আজ ভুবনেশ্বরে মনিপুরের কাছে ১-৪ গোলে হেরে সন্তোষ ট্রফিতে টিকে থাকার সম্ভাবনা আর নেই বললেই চলে। এখনও দুটি ম্যাচ বাকি আছে। দুটি ম্যাচে জিতলেও অন্য দলের ফলাফলও নির্ভর করবে। পরিস্থিতি খুবই জটিল। অঙ্কের বিচারে সরকারি ভাবে বিদায় বলা যায় না। তবুও বাংলার গ্রুপের ছয় দলের পয়েন্ট বিচার করলে বাংলার আর কোনও সুযোগই থাকছে না। সার্ভিসেস ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। সমসংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মনিপুর। আর বিশ্বজিৎ ভট্টাচার্যের দল ৩ ম্যাচ খেলে (একটি ড্র ও দুটি হার) মাত্র ১ পয়েন্ট। অতএব বাংলা কার্যত বিদায় নিল।
সেমিফাইনালে যেতে হলে বাংলাকে তিনটি ম্যাচ জিততেই হত। কিন্তু এদিন মনিপুরের বিরুদ্ধে জয় তো দুরের কথা চার গোল হজম করে লজ্জার হার বাংলার। ম্যাচের প্রথমার্ধেই নওবা মিতেই ও সুভাষ সিং গোল করে মনিপুরকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন। ৫৪ মিনিটে বাংলার সৌভিক কর গোল করে ব্যবধান কমান। ৮১ মিনিটে বাংলার বিশ্বজিৎ হেমব্রম আত্মঘাতী গোল করেন। ম্যাচের অতিরিক্ত সময়ে মনিপুরের নওচা সিং গোল করেন।