ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সন্তোষ ট্রফি খেলতে আগামীকাল (শনিবার) পঞ্জাব যাচ্ছে বাংলা দল। আজ,শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে বাংলার চূড়ান্ত ২২ জনের দল বেছে নিয়েছেন কোচ রঞ্জন চৌধুরী। অধিনায়ক নির্বাচিত হয়েছেন শঙ্কর রায়।
নির্বাচিত ২২ জনের দল – শঙ্কর রায়, দেবনাথ মন্ডল, রৌণক ঘোষ, অরিজিৎ বাগুই, রানা ঘরামি, উজ্জ্বল হাওলাদার, আলমগির হুসেন, চাকু মান্ডি, বিজয় মুর্মু, দীপ সাহা, বিল্লু টেলি, নরহরি শ্রেষ্ঠা, শুভ ঘোষ, সাহিল হরিজন, জিতেন মুর্মু, সায়ন ব্যানার্জি, কৌস্তভ দত্ত, রাজ বাঁশফোর, দীপেন্দু বিশ্বাস, রুহুল পুরোকাইত, বিক্রম প্রধান,সুজয় ঘোষ।
সন্তোষ ট্রফির কোয়ালিফাইং রাউন্ডে বাংলাকে ম্যাচ খেলতে হবে পঞ্জাবের বঙ্গ শহরে। শহীদ ভগৎ সিং জেলার খুব ছোট্ট শহর এই বঙ্গ। এই শহরেই বাংলা সন্তোষ ট্রফি অভিযান শুরু করবে। বাংলার গ্রুপে আছে ওড়িশা,দিল্লি,হরিয়ানা এবং পঞ্জাব।
সন্তোষে বাংলার ক্রীড়াসূচি এই রকম –
◆ ৯ অক্টোবর – ওড়িশা
◆১১ অক্টোবর – দিল্লি
◆১৩ অক্টোবর – হরিয়ানা
◆১৬ অক্টোবর – পঞ্জাব
এই বছর বাংলা দল গড়ার জন্য যথেষ্ট সময় পাননি কোচ রঞ্জন চৌধুরী। তবে তা নিয়ে আর ভাবতে নারাজ তিনি। কোচ রঞ্জন চৌধুরী বলেন,”দলের ছেলেদের মধ্যে আত্মবিশ্বাস আছে। মাঠে নেমে নিজেদের সেরাটা দিয়েই লড়াই করবে।”
এদিন বাংলা দলের ফুটবলারদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সৈয়দ নঈমুদ্দিন, মনোরঞ্জন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত, সহসচিব রাকেশ (মুন) ঝাঁ, শুভাশিস সরকার, সুফল গিরি প্রমূখ। বাংলা দলের ম্যানেজার হয়েছেন রাজিব বাগ।