সন্তোষ ট্রফি খেলতে ভুবনেশ্বর গেল বাংলা দল

0

◆ভুবনেশ্বর রওনা হওয়ার আগে বাংলা দল। বৃহস্পতিবার হাওড়া স্টেশনে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৯ ফেব্রুয়ারি : সন্তোষ ট্রফির মূলর্বের ম‍্যাচ খেলতে ভুবনেশ্বর গেল বাংলা ফুটবল দল। আজ,বৃহস্পতিবার সন্ধ‍্যা আটটার মধ‍্যেই ভুবনেশ্বর পৌঁছে যাবে বাংলা দল। শুক্রবার সকালে অনুশীলন। পরের দিন অর্থাৎ শনিবার সকাল ৯ টায় বাংলা প্রথম ম‍্যাচ খেলতে নামবে দিল্লির বিরুদ্ধে।

ভুবনেশ্বর রওনা দেওয়ার সময় ট্রেনে নরহরি শ্রেষ্ঠারা। বৃহস্পতিবার হাওঅআ স্টেশনে

কদিন আগেই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এক অনুষ্ঠানে ফেডারেশনের সমালোচনা করে বলেছিলেন,”ফেডারেশনের কয়েকটা টুর্নামেন্ট এমন ভাবে হয় যে ফুটবলারদের চাপ হয়ে যায়। কখনও সকালে ম‍্যাচ, আবার কখনও দুপুর বা সন্ধ‍্যায় ম‍্যাচ হয়। আরও সমস‍্যার হল যে, একদিন অন্তর একদিন ম‍্যাচ খেলতে হয়। একটা ম‍্যাচ খেলার পর ফুটবলাররা রিকোভারি করার জায়গায় পায় না।”

ট্রেনে উঠে সচিব অনির্বান দত্তকে বিদায় জানাচ্ছেন বাংলা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য । বৃহস্পতিবার হাওড়া স্টেশনে

বাংলা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যর গলায় একই সুর। এদিন দুপুরে হাওড়া স্টেশনে ট্রেনে ওঠার আগে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিলেন,”সন্তোষ ট্রফির কোয়ালিফাইং রাউন্ডেও এভাবেই ম‍্যাচ হয়েছে। একদিন অন্তর ম‍্যাচ। সময়ের ঠিক নেই। আমরা যখন সন্তোষ ট্রফি খেলেছি তখন এমন ছিল না। ফুটবলের উন্নয়ন করতে গেলে এই ব‍্যাপার গুলোও খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। ফেডারেশনের ভেবে দেখা উচিৎ। শুধু আমরা নয়, প্রতিটি দলকে ১০ দিনে ৫ টি ম‍্যাচ খেলতে হবে। এটা ভাল ফুটবল?”

প্রসঙ্গত উল্লেখ্য, সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা দলের ক্রীড়াসূচি এইরকম – ◆১১ ফেব্রুয়ারি (সকাল ৯ টায়) – বাংলা বনাম দিল্লি ◆ ১৩ ফেব্রুয়ারি (সকাল ৯ টায়)- বাংলা বনাম সার্ভিসেস ◆ ১৫ ফেব্রুয়ারি (সন্ধ‍্যা ৭.৩০)- বাংলা বনাম মনিপুর ◆ ১৮ ফেব্রুয়ারি (বিকেল ৩টে)- বাংলা বনাম রেলওয়েজ ◆ ২০ ফেব্রুয়ারি (এখনও সময় ঠিক হয়নি) – বাংলা বনাম মেঘালয়।

এবারের মূলপর্বে বাংলা গ্রুপ অফ ডেথ- এ আছে। শক্তিশালী রেল,সার্ভিসেস,মনিপুর ও মেঘালয় একই গ্রুপে আছে। কিন্তু গ্রুপ অফ ডেথ মানতে চাননা বাংলা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি বলছিলেন,”সব প্রতিপক্ষ দলই কঠিন। যে সব দলের উপস্থিতি নিয়ে আপনারা যে কারণে গ্রুপ অফ ডেথ বলছেন তা ঠিক নয়। কঠিন লড়াই হবে মানছি। কিন্তু ওরা তো টুর্নামেন্ট খেললেই চ‍্যাম্পিয়ন হয় তাতো নয়। ওদেরকেও কঠিন লড়াই করতে হয়।” কোচের পাশে দাঁড়িয়ে থাকা আইএফএ সচিব অনির্বান দত্ত বলে উঠলেন,”বাংলা এই গ্রুপে আছে বলেই ওদের কাছে এটা গ্রুপ অফ ডেথ বলতেই পারেন।”

এদিন হাওড়া স্টেশনে বাংলা দলের সঙ্গে ছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত, সহসচিব সুফল গিরি। এদিন সকালেই আইএফএ সন্তোষ ট্রফির জন‍্য চূড়ান্ত ২২ জনের দল ঘোষণা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here