সন্তোষ ট্রফির জন‍্য বাংলা দলের শিবির শুরু

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আসন্ন সন্তোষ ট্রফির জন‍্য বাংলা দলের শিবির শুরু হয়ে গেল। বুধবার থেকে রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে এই শিবির।
এবারের কলকাতা লিগে অংশ নেওয়া ক্লাবের ম‍্যাচ দেখে সন্তোষ ট্রফির জন‍্য ফুটবলার বাছাই করেছেন আইএফএ নিযুক্ত প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়, অলোক মুখার্জি, প্রশান্ত ব‍্যানার্জিরা। সেই ফুটবলারদে নিয়েই শুর হয়েছে এই শিবির। আরও দুই দিন রবীন্দ্র সরোবরে অনুশীলন হওয়ার পর শিবির চলে যাবে হাওড়ায়। তারপর সম্ভাব‍্য দল বাছাই করে আবাশিক শিবির হবে সোনারপুরে। তারও পরে মূল দল গড়ে কল‍্যাণীতেই থাকবে বাংলা দল। এমনটাই আইএফএ সূত্রের খবর।

বাংলা দলের শিবিরে ফুটবলারদের অনুশীলন দেখছেন কৃষ্ণেন্দু রায়,অলোক মুখার্জি, অজিত ব‍্যানার্জি ও জয়দীপ মুখার্জি। বুধবার রবীন্দ্র সরোবরে।

উল্লেখ্য, এবারের সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে বাংলা কল‍্যাণীতে খেলবে তিনটি ম‍্যাচ। ২১,২৩ ও ২৫ নভেম্বর তিনটি ম‍্যাচ খেলবে বাংলা। কোয়ালিফাই করতে পারলে সন্তোষের মূল পর্বের ম‍্যাচ খেলতে যাবে কেরলে।

লক্ষ্মীপুজোর দিন বাংলা দলের শিবির শুরু হওয়ায় বেশ কিছু ফুটবলার শিবিরে যোগ দিতে পারেনি। আশাকরা যায়, আজ বৃহস্পতিবার বাংলা শিবিরে যোগ দেবে ফুটবলাররা।

এবারের বাংলা দলের কোচ করা হয়েছে জর্জ টেলিগ্রাফের কোচ রঞ্জন ভট্টাচার্যকে। বাংলাকে শেষ সন্তোষ ট্রফি এনে দিয়েছিলেন কোচ মৃদুল ব‍্যানার্জি। তখন আইএফএ সচিব ছিলেন উৎপল গাঙ্গুলি। দীর্ঘদিন জর্জে কোচিং করলেও কোচ রঞ্জন নিজের কোচিং কেরিয়ারে এখনও পর্যন্ত কোনও স্বীকৃত টুর্নামেন্টে ‘চ‍্যাম্পিয়ন’-এর স্বাদ পাননি। তবে আইএফএ এই তরুণ কোচকে বাংলা দলের জন‍্য বেছে নিয়েছে। স্বাভাবিক ভাবে এই কোচ রঞ্জনের কাছেও কঠিন পরীক্ষা।

এবারের বাংলা দল কতটা ভাল হল? জবাবে স্পটার ও প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায় ‘ইনসাইড স্পোর্টস’কে জানান,”এবার আমরা লিগের অনেক ম‍্যাচ দেখে ৪০ জন ফুটবলারদের তালিকা আইএফএকে দিয়েছি। কোচের সঙ্গেও কথা হয়েছে। এবার বেশ কিছু ভাল মানের ফুটবলার পেয়েছি। ইউনাইটেড স্পোর্টস, রেলওয়ে এফসির কিছু ফুটবলার আছে বেশ ভাল। এবার কোচ অনুশীলন করে সেরাদের বেছে নেবে। কোচ স্বাধীনভাবে দল বেছে নেবে। আশাকরি দল ভালই হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here