সন্তোষ ট্রফির জন‍্য ট্রায়াল শুরু বাংলার

0

◆ট্রায়ালে ফুটবলারদের সঙ্গে বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। বৃহস্পতিবার সাইয়ের মাঠে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সন্তোষ ট্রফির জন‍্য বাংলা দলের ট্রায়াল শুরু হয়ে গেছে। গত সোমবার থেকে সাইয়ের মাঠে ট্রায়াল শুরু হয়েছে। তবে আজ, বৃহস্পতিবার ৭২ জন ফুটবলার ট্রায়ালে হাজির হয়েছেন। বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য প্রতিটি ফুটবলারকে নিজেদের মধ‍্যে ম‍্যাচ খেলিয়ে দেখে নিচ্ছেন।

ফুটবলারদের প্র‍্যাকটিশ দেখছেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ও জামশিদ নাসিরি। বৃহস্পতিবার সকালে সাইয়ের মাঠে

বৃহস্পতিবার বাংলার ট্রায়ালে উপস্থিত ছিলেন কোচেস কমিটির সদস‍্য ও প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরি ও অমিত ভদ্র। “আমরা ব‍্যক্তিগত ভাবে ট্রায়ালের ছেলেদের দেখতে এসেছি। সন্তোষ ট্রফির জন‍্য এত ছেলে ট্রায়ালে এসেছে এটা বাংলার ফুটবলে ভাল বিজ্ঞাপন। আশাকরছি এদের মধ‍্যে কোচ সেরা ফুটবলারদের বেছে নিয়েই চূড়ান্ত দল নির্বাচন করে নেবেন।” বলছিলেন অমিত ভদ্র।

জামশিদ নাসিরি বলছিলেন,” ট্রায়ালে বেশ কিছু ছেলেকে দেখলাম। ভাল। দল বেছে নেওয়ার জন‍্য আরও কটা দিন দেখে নেওয়া উচিত। বিশ্বজিৎ অভিজ্ঞ কোচ। ও সেরা দল বেছে নিতে পারবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, ন‍্যাশনাল গেমসের পুরো দলটাই আছে। সেই সঙ্গে আরও ফুটবলার ট্রায়ালে যোগ দিয়েছেন। আপাতত ঠিক হয়েছে এই ৭২ জনের মধ‍্যে ৩৫ থেকে ৪০ জনকে বেছে নেওয়া হবে। তারপর তাদের কিছুদিন দেখার পর চূড়ান্ত দল বেছে নেবেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। এই ব‍্যাপারে বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ‘ইনসাইড স্পোর্টস’কে বলেন, “আরও কয়েকটা দিন দেখে নিয়ে প্রাথমিকভাবে ৩৫-৪০ জনকে বেছে নেওয়ার পরিকল্পনা আছে। ট্রায়ালে আসা সমস্ত ফুটবলারের প্র‍্যাকটিস গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। চেষ্টা করব সেরা দলটা বেছে নেওয়ার।”

প্র‍্যাকটিসের শেষে দল নিয়ে আলোচনায় ব‍্যস্ত কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য, জামশিদ নাসিরি ও অমিত ভদ্র

আপনি ন‍্যাশনাল গেমস থেকে বাংলাকে সোনা এনে দেওয়ার পর আপনার উপর একটা প্রত‍্যাশা তৈরি হয়েছে। এটা কি আপনার কাছে চাপ? এই প্রশ্নর উত্তরে বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন,”দেখুন,যখন ফুটবলার ছিলাম তখনও চাপ নিয়ে খেলেছি। আবার তিন প্রধানে যখন কোচিং করেছি তখনও চাপ ছিল। চাপ সব সময় থাকে। ওটাও একটা পার্ট অফ গেম। কাজেই সেই চাপ আমার উপর প্রভাব ফেলবে না।”

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের সন্তোষ ট্রফির কোয়ালিফাইং রাউন্ড শুরু হবে আগামী জানুয়ারি মাসে। এবার বাংলা আছে চতুর্থ গ্রুপে। খেলাগুলি হবে মহারাষ্ট্রের কোলাপুরে। সন্তোষ ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কোয়লিফাইং রাউন্ডে বাংলা পাঁচটি ম‍্যাচ খেলবে। বাংলার ক্রীড়াসূচি এই রকম –
◆৭ জানুয়ারি – বাংলা বনাম হরিয়ানা
◆ ৯ জানুয়ারি – বাংলা বনাম দামন ও দাদরা
◆ ১১ জানুয়ারি – বাংলা বনাম মধ‍্যপ্রদেশ
◆ ১৩ জানুয়ারি – বাংলা বনাম ছত্তিশগড়
◆১৫ জানুয়ারি – বাংলা বনাম মহারাষ্ট্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here