◆ম্যাচ হারার পর◆
◆সার্ভিসেস – ২ ( ক্রিস্টোফার, বিকাশ)
◆বাংলা – ১ (নরহরি)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৩ ফেব্রুয়ারি : এগিয়ে থেকেও হেরে গেল বাংলা। সন্তোষ ট্রফির মূলপর্বের প্রথম ম্যাচে দিল্লির সঙ্গে ড্র করার পর এবার হার। সার্ভিসেসের কাছে ১-২ গোলে হেরে এবারের সন্তোষ ট্রফিতে বাংলার টিকে থাকাটাই অনিশ্চিত হয়ে গেল।
এদিন, ভুবনেশ্বরের ক্যাপিটাল ফুটবল এরিনার মাঠে মুখোমুখি হয়েছিল সার্ভিসেস ও বাংলা। ম্যাচের ১৬ মিনিটের মাথায় নরহরি গোল করে বাংলাকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই গোল ধরে রাখতে পারেনি বিশ্বজিত ভট্টাচার্যের দল। ৪১ মিনিটে ক্রিস্টোফার কামি গোল করে সার্ভিসেসকে সমতায় ফেরান। পরে ৮২ মিনিটে সার্ভিসেসের বিকাশ থাপা জয়সূচক গোলটি করেন।
বাংলা দুটি ম্যাচ খেলে ১ পয়েন্টে দাঁড়িয়ে। সার্ভিসেস দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট। মনিপুর একদিন আগেই রেলকে হারিয়ে শুরুটা ভাল করেছে। আজ,সোমবার মনিপুর যদি মেঘালয়কে হারিয়ে দেয় তাহলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে। অঙ্কের বিচারে বাংলার এখনও সুযোগ আছে ঠিকই কিন্তু পরিস্থিতি খুব কঠিন। বাংলাকে এখন বাকি তিনটি ম্যাচেই জিততে হবে। পাশাপাপাশি অন্য দলের ফলাফলের উপরও নির্ভর করে থাকতে হবে। দুর্বল ডিফেন্স লাইন নিয়ে এই লড়াই বড় কঠিন। বড় ধরনের অঘটন না ঘটলে এখনই বলে দেওয়া যায়, এবারের সন্তোষ ট্রফি থেকে বাংলার বিদায়টা শুধু সময়ের অপেক্ষা।