সন্তোষ ট্রফিঃ শুভমের গোলে বাংলার জয়

0

বাংলা – ১ (শুভম ভৌমিক )
পঞ্জাব – ০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৬ এপ্রিল : যে কোনও টুর্নামেন্টের প্রথম ম‍্যাচটা কঠিনই থাকে। তারপর পঞ্জাব যখন প্রতিপক্ষ হয় চাপটা আরও বেড়ে গিয়েছিল। সঙ্গে প্রচন্ড গরমে সকাল সাড়ে ন’টায় ম‍্যাচ খেলা। সব মিলিয়ে চাপ নিয়েই আজ কেরলের মালাপ্পুরমে সন্তোষ ট্রফির মূলপর্বের প্রথম ম‍্যাচ খেলতে নেমে জয় ছিনিয়ে নিল বাংলা। পঞ্জাবকে ১-০ গোলে হারাল বাংলা। ৬১ মিনিটে জয়সূচক গোলটি করে ম‍্যাচের সেরা হয়েছেন শুভম ভৌমিক। ম‍্যাচে আহত হয় মনোতোষ চাকলাদার। তাঁর মাথা ফেটে যায়। চোট পেয়েও ম‍্যাচ খেলেন মনোতোষ।

এদিকে বাংলা দলের ফুটবলারদের উৎসাহ দিতে কেরল পৌঁছে গিয়েছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, সহ সভাপতি পার্থ সারথী গাঙ্গুলি এবং সহ সচিব রাকেশ (মুন) ঝাঁ। গতকাল সন্ধ‍্যায় ফ্লাইটে বেঙ্গালুরু পৌঁছে, রাতেই গাড়ি করে ৪০০ কিলোমিটার দুরে কেরলের মালাপ্পুরমের উদ্দেশে রওনা হন। তাঁরা আজ সকালে মালাপ্পুরম পৌঁছেই মাঠে গিয়ে ফুটবলারদে উৎসাহ দেন। জয়দীপ জানান,”এখানে প্রচন্ড গরম। তার উপরে সকালে ম‍্যাচ। ছেলেরা এই প্রতিকুলতা উপেক্ষা করে বাংলার স্বার্থে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে। আমরা ধাপে ধাপে এগোতে চাই। কোচ আর ফুটবলারদের উপর আমাদের ভরসা আছে। ফুটবলারদের যাতে কোনও সমস‍্যা না হয় সেই দিকে আমরা নজর রাখছি।”
বাংলার পরবর্তী ম‍্যাচ ১৮ এপ্রিল,প্রতিপক্ষ কেরল। তৃতীয় ও চতুর্থ ম‍্যাচ যথাক্রমে ২২(প্রতিপক্ষ মেঘালয়) ও ২৪ এপ্রিল (প্রতিপক্ষ রাজস্থান)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here