সন্তোষ ট্রফিঃ রাজস্থানকে হারিয়ে সেমিফাইনালে বাংলা

0

বাংলা – ৩ ( ফারদিন মোল্লা-২, সুজিত)

রাজস্থান – ০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৪ এপ্রিল : গোল করেই চলেছেন ফারদিন মোল্লা। মূলত তাঁর জোড়া গোলে এগিয়ে চলেছে বাংলা। রবিবার সন্তোষ ট্রফির গ্রুপ লিগের শেষ ম‍্যাচে রাজস্থানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। ফারদিন দুটি ও সুজিত সিংহ একটি গোল করেন।

রবিবার কেরলের কোট্টাপাড়ি স্টেডিয়ামে বাংলার প্রতিপক্ষ ছিল দুর্বল রাজস্থান। ম‍্যাচের প্রথমার্ধে গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে বাংলাকে এগিয়ে দেন ফারদিন। ৬০ মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোল করেন সেই ফারদিন আলি মোল্লা। দলের হয়ে তৃতীয় গোলটি করেন সুজিত সিংহ।

এই জয়ের ফলে ৪ ম‍্যাচ খেলে বাংলা ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছল। আগামী ২৯ এপ্রিল সেমিফাইনালে বাংলা খেলবে শক্তিশালী মনিপুরের বিরুদ্বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here