সন্তোষ ট্রফিঃ রবি-নরহরির জোড়া গোল, বাংলার ৫ গোল

0

◆বাংলা – ৫ (রবি হাঁসদা-২,নরহরি-২,সৌভিক)
◆দমন ও দিউ – ০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব‍্যহত রাখল বাংলা। সোমবার মহারাষ্ট্রের কোলাপুরের ছত্রপতি শাহু স্টেডিয়ামে দমন ও দিউকে ৫-০ গোলে হেলায় হারাল বাংলা। আগের ম‍্যাচে হরিয়ানার বিরুদ্ধে গোল করেছিলেন রবি হাঁসদা। এদিন তিনি জোড়া গোল করলেন। পাশাপাশি গোল করা শুরু করলেন বাংলা দলের অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। তিনিও দুটি গোল করেছেন। ম‍্যাচের পঞ্চম এবং নিজের একমাত্র গোলটি করেন পরিবর্তিত ফুটবলার সৌভিক কর।

সন্তোষ ট্রফির চতুর্থ গ্রুপের মধ‍্যে দমন ও দিউ সব থেকে দুর্বল দল। তাই এই ম‍্যাচটাতে বেশি গোল করে জিততে চেয়েছিলেন বাংলা দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। আসলে গোল অ‍্যাভারেজটা বাড়িয়ে রাখাটাই উদ্দেশ্য ছিল বাংলার। সেটাকে মাথায় রেখেই বাংলা এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে।

প্রথমার্ধের ৩ মিনিটের মাথায় রবি হাঁসদা গোল করে বাংলাকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে সুরজিতের ক্রশ থেকে ডান পায়ের দুরন্ত ভলি মেরে গোল করেন অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। ৫৩ মিনিটে নরহরি শ্রেষ্ঠার পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন রবি হাঁসদা। ৬৩ মিনিটে নরহরি ও ৮৩ মিনিটে সৌভিক কর গোল করেন। পরপর দুই ম‍্যাচে জয় পেয়ে ভাল জায়গায় থাকল বাংলা। আগামী ১১ জানুয়ারি তৃতীয় ম‍্যাচে বাংলা খেলবে মধ‍্যপ্রদেশের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here