সন্তোষ ট্রফিঃ বাংলা দলের কোচ হতে গেলে IFA-র কাছে আবেদন করতে হবে

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আসন্ন সন্তোষ ট্রফির জন‍্য বাংলা দলের কোচ নির্বাচন নিয়ে নয়া ফর্মুলা আইএফএ-এর। অতীতে দেখা গিয়েছে নিজেদের পছন্দ মতোই সন্তোষ ট্রফির জন‍্য কোচ নির্বাচন করতেন আইএফএ কর্তারা। কোচেস কমিটি থাকলেও তা নামেই। যদিও গত বছর থেকে সেই অতীতের বস্তাপচা ফর্মুলা বাদ দিয়ে কোচেস কমিটিকে কোচ বাছার জন‍্য সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন আইএফএ-এর নয়া সচিব অনির্বান দত্ত। সেই সচিব অনির্বান কোচ নির্বাচনের ক্ষেত্রে এবছর পুরো সিস্টেমটাই বদলে ফেলছেন।

নতুন সিস্টেম কি? বিসিসিআই বা এআইএফএফ যেমন জাতীয় দলের কোচ নির্বাচনের জন‍্য আগ্রহী কোচেদের কাছ থেকে আবেদন পত্র নিয়ে থাকেন, এবার আইএফএও সেই রাস্তায় হাঁটছে। আইএফএ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে,আসন্ন সন্তোষ ট্রফির জন‍্য বাংলা দলের কোচ হতে যারা আগ্রহী তাদেরকে সরকারি ভাবে আইএফএ-এর কাছে আবেদন করতে হবে। সেক্ষেত্রে দুটি শর্তও বেঁধে দিয়েছে আইএফএ। শর্ত দুটি হল, ১) আবেদনকারীর সর্বোচ্চ পর্যায়ে অন্তত ৫ বছরের কোচিং করার অভিজ্ঞতা থাকতে হবে। ২) আবেদনকারী কোচের ‘এ’ লাইসেন্স থাকাটা বাধ‍্যতামূলক। এই দুটি শর্ত মেনেই বাংলার কোচ হওয়ার জন‍্য আইএফএ-এর কাছে আবেদন করতে পারবেন আগ্রহী কোচেরা। আবেদন পত্র জমা হওয়ার পর চূড়ান্তভাবে কোচ নির্বাচন করবেন আইএফএ-এর নির্বাচক কমিটি। প্রয়োজনে আবেদনকারী কোচের ইন্টারভিউও নিতে পারেন নির্বাচক কমিটির সদস‍্যরা। কবে থেকে আগ্রহী কোচেরা আবেদন করতে পারবেন তা খুব শীঘ্রই জানিয়ে দেবে আইএফএ। এমনটাই বৃহস্পতিবার আইএফএ-এর কোচেস কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here