ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আসন্ন সন্তোষ ট্রফির জন্য ২২ জনের দল ঘোষণা করল আইএফএ। মঙ্গলবার নিজেদের দফতরেই আইএফএ সচিবকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করে দল ঘোষণা করলেন বাংলা দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য।
এবারের সন্তোষ ট্রফির ক্লাস্টার পর্যায়ের চতুর্থ গ্রুপের খেলাগুলি হবে মহারাষ্ট্রের কোলাপুরে। বাংলা আগামী ৭ জানুয়ারি হরিয়ানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের সন্তোষ ট্রফি অভিযান শুরু করবে বাংলা। বুধবার রাত একটার ফ্লাইটে কোলাপুরের উদ্দেশ্যে রওনা দেবে বাংলা দল।
বাংলা মোট পাঁচটি ম্যাচ খেলবে। বাংলা দল যাদের বিরুদ্ধে খেলবে তারা হল – ◆হরিয়ানা (৭ জানুয়ারি)◆ দামান ও দাদরা (৯ জানুয়ারি )◆ মধ্যপ্রদেশ (১১ জানুয়ারি )◆ ছত্তিশগড় (১৩ জানুয়ারি ) ◆ মহারাষ্ট্র (১৫ জানুয়ারি )। সন্তোষ ট্রফির জন্য দল ঘোষণা করলেও অধিনায়কের নাম ঘোষণা এখনও করা হয়নি।
এবারের সন্তোষের জন্য বাংলার কোচ করা হয়েছে ন্যাশনাল গেমস থেকে বাংলাকে সোনা এনে দেওয়া কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে। সফল কোচ তাতে কোনও সন্দেহ নেই। সদ্য ন্যাশনাল গেমস থেকে সোনা জেতার পর সন্তোষের কোচ হওয়াতে কি প্রত্যাশার চাপ বেড়েঅ গেল? উত্তরে বাংলা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন,”দেখুন ফুটবল খেলা যখন শুরু করি তখন থেকেই চাপ নিয়েই খেলে এসেছি। আবার যখন আমার পা ভেঙে গেল তখন তো শূন্য থেকেই শুরু করেছিলাম। আমি চাপ নিয়ে ভাবছি না।” এই গ্রুপে কোন দলকে বেশি গুরুত্ব দিতে চলেছেন? কোচের কথায়,”আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে। সব দলই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে ভাবছি।”
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা শেষবার সন্তোষ ট্রফি জিতেছিল ২০১৭ সালে। সেই বছর বাংলা দলের কোচ ছিলেন মৃদুল ব্যানার্জি। গত বছর রানার্স হয়েছিল। স্বাভাবিক ভাবেই এবার চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে সন্তোষ অভিযান শুরু করতে চেলেছে।
আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,” ন্যাশনাল গেমসের জন্য দল গড়ার সময় পাওয়া যায়নি। কম প্রস্তুতিতে দল গড়ে চ্যাম্পিয়ন হয়ে ফেরেছে। এবার সাই ও কল্যাণীতে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সন্তোষ ট্রফির জন্য শিবির করার ক্ষেত্রে কল্যাণী বিশ্ববিদ্যাল সব রকম ভাবে সাহায্য করেছে। আইএফএএর পক্ষ্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সন্তোষের জন্য বাংলা দলের ম্যানেজার হিসেবে নির্বাচিত হয়েছেন খিদিরপুর স্পোর্টিং ক্লাবের কর্তা অমিতাভ (টুলু)বিশ্বাস।
মঙ্গলবার সন্তোষের পাশাপাশি বাংলা অনূর্ধ্ব ১৯ মহিলা ও পুরুষ দলের নাম ঘোষণা করা হয়। এই দুই দলের কোচ যথাক্রমে রাজদীপ নন্দী ও নির্মল পাল। মহিলা দলের খেলা হবে বালাঘট ও পুরুষ দলের খেলা অনুষ্ঠিত হবে ইন্দোরে। এদিনের সাংবাদিক সম্মেলনে সচিব ও কোচ ছাড়াও উপস্থিত ছিলেন অনূর্দ্ধ- ১৯ মহিলা দলের কোচ রাজদীপ নন্দী ও পুরুষ দলের কোচ নির্মল পাল। এছাড়াও ছিলেন বাংলা দলের (সন্তোষ ট্রফি) ম্যানেজার অমিতাভ বিশ্বাস, আইএফএ র কোষাধক্ষ্য দেবাশিষ সরকার ও সহসচিব রাকেশ (মুন) ঝাঁ ও সুফল রঞ্জন গিরি।