সন্তোষ ট্রফিঃ ফের নরহরির জোড়া গোল, জিতেই চলেছে বাংলা

0

◆জোড়া গোলদাতা নরহরি শ্রেষ্ঠা◆

▪স্কোর▪
◆বাংলা – ২ (নরহরি শ্রেষ্ঠা)
◆ছত্তিশগড় – ০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৩ ডিসেম্বর : জিতেই চলেছে বাংলা ফুটবল দল। সন্তোষ ট্রফির কোয়ালিফাইং রাউন্ডের চারটি ম‍্যাচ খেলে চারটিতেই জয় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। আজ,শুক্রবার কোলাপুরের ছত্রপতি শাহু স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম‍্যাচে ছত্তিশগড়কে ২-০ গোলে হারাল বাংলা। দুটি গোলই করেছেন নরহরি শ্রেষ্ঠা। ম‍্যাচের সেরার স্বীকৃতিও তাঁর দখলে।

এদিন ছত্তিশগড়ের বিরুদ্ধে নরহরিকে প্রথম একাদশে রাখেননি বাংলা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। কারণ, নরহরির হাঁটুতে হাল্কা চোট আছে। ১৫ জানুয়ারি গ্রুপের শেষ গুরুত্বপূর্ণ ম‍্যাচ মহারাষ্ট্রের বিরুদ্ধে নরহরিকে তরতাজা ভাবেই খেলাতে চেয়েছিলেন কোচ বিশ্বজিৎ। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে হল কোচকে।

বাংলা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য

প্রথমার্ধে ম‍্যাচে বল পজিশন বাংলারই ছিল। আক্রমণেও উঠে যাচ্ছিল বারবার। কিন্তু গোলটাই হচ্ছিল না। প্রথমার্ধেই গোলশূন‍্য থাকায়, দ্বিতীয়ার্ধে নরহরিকে মাঠে নামাতে হয়। কোচের সঠিক সিদ্ধান্ত প্রমাণ হল যখন ম‍্যাচের ৫৭ মিনিটে তারক হেমব্রমের পাস থেকে নরহরি গোল করে বাংলাকে ১-০ গোলে এগিয়ে দেন। ৬৮ মিনিটে দীপক রজকের পাস থেকে ফের গোল করেন নরহরি শ্রেষ্ঠা। আজ ছত্তিশগড়কে হারাতে না পারলে কিছুটা হলেও চাপ বাড়তো বাংলার। কিন্তু দ্বিতীয়ার্ধে নেমে সেই সমস‍্যা থেকে ‘মুস্কিল আসান’ নরহরি জয় এনে দিলেন। চারটি ম‍্যাচ খেলে ৬ টি গোল করে ফেললেন নরহরি।

কোয়ালিফাইং রাউন্ডের চার ম‍্যাচে চারটিতে জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে আছে বাংলা। সমসংখ‍্যক ম‍্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে (গোল পার্থক‍্যে পিছিয়ে থাকায়) মহারাষ্ট্র দুই নম্বরে আছে। পরিস্থিতি যা তাতে ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের সঙ্গে ড্র করলেই গোল পার্থক্যের বিচারে বাংলার মূলপর্বে পৌঁছে যাবে। তবে বাংলা দলের কোচ ড্রয়ের জন‍্য দলকে খেলাতে নারাজ। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের এখন একটাই লক্ষ‍্য, মহারাষ্ট্রর বিরুদ্ধে জিতে সন্তোষ ট্রফির মূল পর্বে পৌঁছনো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here