সন্তোষ খেলা ২ ফুটবলারকে চাকরি দিচ্ছেন মুখ‍্যমন্ত্রী

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৫ মে : প্রতিভাবান এবং দুস্থ দুই ফুটবলারকে চাকরি দিচ্ছেন খোদ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সদ‍্য সন্তোষ ট্রফি খেলে ফেরা বাংলা দলের দুই দুস্থ প্রতিভাবান ফুটবলার মনোতোষ চাকলাদার ও দিলীপ ওঁরাওকে চাকরি দিতে চলেছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। আজ, মন্ত্রীসভার বৈঠকে মুখ‍্যমন্ত্রী নিজের কোটা থেকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করেন। আগামী ৯ মে এই দুই ফুটবলারের কাছে চাকরির নিয়োগপত্র পৌঁছে যাবে।এমনটাই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

দিলীপ ওঁরাও

দিলীপ ওঁরাও নাগেরবাজারের কাজিপাড়ায় থাকেন। বাবা দমদম পুরসভার সাফাইকর্মী। মা অন্যের বাড়িতে কাজ করেন। মনোতোষ চাকলাদারের আর্থিক অবস্থা খুব খারাপ। তাঁর বাবা রাজমিস্ত্রীর কাজ করেন।

মনোতষ চাকলাদার

ক্রীড়ামন্ত্রী জানান,মুখ‍্যমন্ত্রী এই দুই ফুটবলারের বর্তমান পরিস্থিতির খবর সংবাদমাধ‍্যম থেকে জেনেছেন। বাংলার হয়ে খুব ভাল খেলেছেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে বাংলার বহু ফুটবলার ফুটবল খেলতে এগিয়ে আসবে। উঠে আসবে আরও প্রতিভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here