ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সদ্য প্রয়াত মহমেডান স্পোর্টিং ক্লাবের সদস্য-সমর্থক সিরাজউদ্দিনের জন্য চ্যারিটি ম্যাচ করতে চলেছে আইএফএ। আগামী ১৭ সেপ্টেম্বর রবিবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্স (চ্যাম্পিয়নশিপ) ম্যাচে মুখোমুখি হবে মহমেডান ও খিদিরপুর স্পোর্টিং ক্লাব। ম্যাচটি মহমেডান মাঠেই হবে। এই ম্যাচটাকেই আইএফএ সচিব অনির্বান দত্ত চ্যারিটি ম্যাচ হিসেবে করতে উদ্যোগী হয়েছেন।
আজ,বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়ট ভবনে গিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন আইএফএ সচিব অনির্বান দত্ত। তিনি ক্রীড়ামন্ত্রীকে জানান, সদ্য প্রয়াত মহমেডান সমর্থক সিরাজউদ্দিনের জন্যই মহমেডান – খিদিরপুর ম্যাচটা চ্যারিটি হিসেবে করতে চান। আইএফএ সচিবের এই মানবিক উদ্যোগকে সমর্থন করে রবিবারের ম্যাচটি চ্যারিটি করার সম্মতি দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি নিজেও সদ্য প্রয়াত মহমেডান সভর্থকের পরিবারকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা লিগের ঘেরা মাঠের ম্যাচের টিকিটের দায়িত্ব রাজ্য সরকারের। স্বাভাবিক ভাবেই ম্যাচ টিকিটের অর্থ সরকারই পেয়ে থাকে। কিন্তু চ্যারিটি ম্যাচ হলে সরকার সেই ম্যাচের টাকা নেয় না। যাকে নিয়ে বা যে উদ্দেশ্যে চ্যারিটি ম্যাচ করা হয় সেখানেই টাকাটা দিয়ে দেওয়া হয়। অর্থাৎ ১৭ সেপ্টেম্বর মহমেডান-খিদিরপুর ম্যাচে যে টাকাটা উঠবে পুরোটাই দিয়ে দেওয়া হবে সদ্য প্রয়াত মহমেডান সমর্থক সিরাজউদ্দিনের পরিবারের সদস্যদের হাতে।
ক্রীড়ামন্ত্রীর সবুজ সংকেত পেয়ে যাওয়ায় আইএফএ রবিবারেরর ম্যাচটি আরও সফল ভাবে করতে বদ্ধপরিকর। মহমেডান কর্তাদের সঙ্গে কথা বলে আলোচনা করবেন আইএফএ সচিব। টিকিটের মূল্য একটু বাড়িয়ে দেওয়া যায় কিনা সেই ব্যাপারেও ভাবনা চিন্তা চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে মহমেডান মাঠেই মহমেডান – আর্মি রেড ম্যাচে রেফারির কিছু ভুল সিদ্ধান্তে মাঠে উত্তেজনা ছড়ায়। সেই ম্যাচ দেখতে গিয়ে খিদিরপুরের বাসিন্দা মহমেডানের সমর্থক সিরাজউদ্দিনও উত্তেজিত হয়ে পড়েছিলেন। গ্যালারিতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিরাজউদ্দিনের।