সংবধর্তিত এক ঝাঁক ফুটবলার, “ইনসাইড স্পোর্টস’-কে সেরার সম্মান

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৫ জুলাই : এক মঞ্চে এক ঝাঁক খেলোয়াড়। ছিলেন ক্রীড়া প্রশাসকও। পাশাপাশি ময়দানের সকল ক্লাবের মালিদের “ময়দানের প্রহরী” সম্মানে সম্মানিত করা হল। প্রতিবছরের মতো এবছরও ‘বেঙ্গল ভিশন’ -এর উদ‍্যোগে রবিবার কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল ‘ময়দান উৎসব-২০২১’।

এমন একটা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুরজিত সেনগুপ্ত, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, মনোরঞ্জন ভট্টাচার্য, শিশির ঘোষ, প্রশান্ত ব‍্যানার্জি, অশোক চন্দ, কুন্তলা ঘোষ দস্তিদার, ইন্দ্রনাথ পাল। ছিলেন বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লাল, সম্বরণ ব‍্যানার্জি, আব্দুল মুনায়েম, নূপুর সাঁতরা,প্রাক্তন ধারাভাষ‍্যকার ও সাংবাদিক নীলিমেশ রায়চৌধুরী সহ এক ঝাঁক তারকার মুখ। ক্রীড়া প্রশাসক হিসেবে ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব‍্যানার্জি, মহমেডান স্পোর্টিংয়ের অন‍্যতম কর্তা ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্বরুপ দে ও কল‍্যাণ সেন বরাট।

এদিন ময়দানের মালিদের নিত‍্যদিনের সামগ্রী সহ প্রত‍্যেককে একটা করে ছাতা দেওয়া হয়। পরে তাদের বসিয়ে খাওয়ানোরও ব‍্যবস্থা করা হয়।

সংবর্ধনা নেওয়ার পর ময়দানের মালিরা। রবিবার প্রেস ক্লাবে

এই মঞ্চেই চার খেলোয়াড়কে স্মৃতি স্মারক সম্মান জানানো হল। এঁরা হলেন মানস ভট্টাচার্য (অজয় বসু),অশোক চন্দ (অচ‍্যুৎ ব‍্যানার্জি), বিদেশ বসু (প্রণব গাঙ্গুলি) ও আব্দুল মুনায়েম (গোপাল বসু)। এছাড়াও অরুণ লাল, সম্বরণ ব‍্যানার্জি, সুরজিৎ সেনগুপ্ত, প্রশান্ত ব‍্যানার্জি, নূপুর সাঁতরা, শিশির ঘোষ, কুন্তলা ঘোষদস্তিদার, সুব্রত দত্ত, স্বপন ব‍্যানার্জি, নীলিমেশ রায়চৌধুরী, ইসতিয়াক আহমেদকেও বিশেষ ভাবে সংবর্ধনা দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে স্পোর্টস মিডিয়া এক্সিলেন্সি অ‍্যাওয়ার্ড ২০২১ তুলে দিল ‘বেঙ্গল ভিশন’।
সারা বছরের সেরা কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার। মনোরঞ্জন ভট্টাচার্য (সংবাদপত্র) ও দেবজিৎ ঘোষকে (টিভি) সেরা বিশেষজ্ঞর স্বীকৃতি দেওয়া হয়।

সব ধরনের খবর, ও জেলার খবর সঠিক ভাবে তুলে ধরার জন‍্য নিউজ পোর্টাল হিসেবে সেরার স্বীকৃতি দেওয়া হল “ইনসাইড স্পোটস”কে। সেরা ইউটিউব চ‍্যানেল হিসেবে সেরার পুরস্কার পেয়েছে “রে স্পোটর্স”। সেরা স্পোর্টস এডিটরের সম্মান পেলেন “এই সময়”-এর সব‍্যসাচী সরকার। টিভি চ‍্যানেলের খেলার খবরে সেরা নির্বাচিত হয়েছে ‘নিউজ টাইম’। প্রিন্ট মিডিয়ায় ভাল কাজ করার জন‍্য পুরস্কৃত হয়েছেন ‘আজকাল’-এর তরুণ ক্রীড়া সাংবাদিক রাজশ্রী গাঙ্গুলি। টিভি চ‍্যানেলের সেরা ক্রীড়া সাংবাদিকের স্বীকৃতি পেলেন টিভি ৯-এর রক্তিম ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here