শ্রীরামপুর ফুটবলে চ‍্যাম্পিয়ন BS পার্ক ও ডানকুনি স্পোর্টিং

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : শ্রীরমপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ‍্যাসোসিয়েশনের ফুটবল লিগের ফাইনাল ম‍্যাচ হয়ে গেল রবিবার। এই লিগে গড়াপেটা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই সব বাধা কাটিয়ে সুষ্ঠুভাবে ফাইনাল ম‍্যাচ করে ফেললেন শ্রীরামপুর অ‍্যাসোসিয়েশনের কর্তারা।

রবিবার সুপার ডিভিশন ও প্রথম ডিভিশনের দুটি ফাইনাল ম‍্যাচ ছিল। সুপার ডিভিশনের ফাইনালে মুখোমুখি হয়েছিল BSP&SA ও নব সমাজ সংঘ। দাপুটের সঙ্গে খেলে নব সমাজকে ৩-০ গোলে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয় BSP & SA ক্লাব। একই দিনে প্রথম ডিভিশনে কানাইপুর নেতাজি স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয়েছে ডানকুনি স্পোর্টিং ক্লাব।

সুপার ডিভিশনের ফাইনাল ম‍্যাচের শেষে সেরা ফুটবলারদের পুরস্কৃত করা হয়।
▪ম‍্যাচের সেরা — শুভঙ্কর সানা (BSP&SA)
▪সর্বোচ্চ গোলদাতা — অরূপ রতন রায় (BSP&SA)
▪সেরা গোল রক্ষক — অন্তু রায় (BSP&SA)
▪টুর্নামেন্টের সেরা – বিশ্বজিৎ মুর্মু (BSP&SA)

সুপার ডিভিশনে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব।

প্রথম ডিভিশনের ফাইনাল ম‍্যাচের সেরাদেরও পুরস্কৃত করা হয়।
▪ম‍্যাচের সেরা — অভিজিৎ শীল (ডানকুনি স্পোর্টিং )
▪সর্বোচ্চ গোলদাতা — রোহিত পাসোয়ান (উত্তরপাড়া ফুটবল অ‍্যাকাডেমি)
▪সেরা গোলরক্ষক — সায়ন্তন দাস (ডানকুনি স্পোর্টিং )
▪টুর্নামেন্টের সেরা — নীলাঞ্জিত বিশ্বাস (কানাইপুর নেতাজি)
▪ফেয়ার প্লে — উত্তরপাড়া ফুটবল অ‍্যাকাডেমি

এদিনের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, সুদীপ চক্রবর্তী, সমীর চৌধুরী, সুপ্রিয় দাশগুপ্ত, কাজল নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুরের SDO, এলাকার স্থানীয় সাংসদ ও বিধায়ক। ব‍্যস্ততার কারণে ফাইনাল ম‍্যাচে উপস্থিত থাকতে না পারলেও চ‍্যাম্পিয়ন ও রানার্স দলদের শুভেচ্ছা জানিয়েছেন আইএফএ সচিব অনির্বান দত্ত। ছিলেন বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব‍্যানার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here