ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কলকাতার যেখানেই যাচ্ছেন সেখানেই তাঁকে দেখতে ভিড় হচ্ছে। কাতার বিশ্বকাপ ফাইনলের নায়ক আর্জেন্টাইন মার্টিনেজকে দেখতে মানুষের ঢল অব্যহত। বুধবার দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে মার্টিনেজকে সংবর্ধনা জানাতে লেকটাউনে এক জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
শ্রীভুমি ক্লাবে এসে তাঁরই দেশের প্রিয় মারাদোনার মূর্তি দেখতে পাওয়া বা সেই মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চমৎকার আয়োজন দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।
প্রসঙ্গত উল্লেখ্য,মন্ত্রী সুজিত বসু বরাবরই খেলা পাগল মানুষ। কয়েক বছর আগে দ্বিতীয়বার অর্থাৎ শেষ বারের জন্য বানিজ্যিক সফর করতে কলকাতা শহরে এসেছিলেন মারাদোনা। তখনই নিজের উদ্যোগে মারাদোনাকে শ্রীভূমি ক্লাবে নিয়ে এসেছিলেন মন্ত্রী সুজিত বসু। পরবর্তীকালে শ্রীভূমিতে প্রমাণ সাইজের মারাদোনার মূর্তি বসান তিনি। সেই মারাদোনার মূর্তির পায়ে ফুল ছড়ালেন মার্টিনেজ।
পরে হুড খোলা গাড়ি করে শ্রীভূমি এলাকায় পৌঁছন বিশ্বকাপার। সঙ্গী মন্ত্রী সুজিত বসু। মার্টিনেজকে দেখতে মানুষের ভিড় জমে যায়। তবে মঙ্গলবারের মিলন মেলার মতো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।