শেষ মুহূর্তে গোল খেয়ে ডুরান্ড থেকে বিদায় মহমেডানের

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দুরন্ত লড়াই করেও শেষ মুহুর্তে গোল খেয়ে ডুরান্ড কাপ থেকে বিদায় মহমেডান স্পোর্টিংয়ের। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মহমেডান স্পোর্টিং ও মুম্বই। মহমেডানকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ডের ফাইনালে পৌঁছে গেল মুম্বই। ৯০মিনিটে জয়সূচক গোলটি করেন বিপিন সিং।

অজস্র গোল নষ্টের খেসারত দিতে হল মহমেডান স্পোর্টিংকে। ম্যাচে একাধিক গোল লক্ষ্য শট নিলেও গোলটাই করতে পারলেন না মহমেডানের ফুটফলাররা। ভাল খেলেও শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হল সাদা-কালো শিবিরের। যুবভারতীতে ম্যাচের শুরু থেকে দাপট দেখাচ্ছিল মহমেডান। দুই প্রান্ত ধরে একের পর এক আক্রমণ করছিলেন আন্দ্রে চের্নিশভের ছেলেরা।

একটা সময় মনে হচ্ছিল খেলা অতিরিক্ত সময়ে গড়াবে তখনই ঘটল অঘটন। মাঝমাঠ থেকে ডান দিকে অরক্ষিত ছাংতের দিকে বল বাড়ান স্টুয়ার্ট। পরিবর্ত ফুটবলার ছাংতের গতিতে মহমেডানের রক্ষণভাগ তখন দিকভ্রান্ত। ছাংতে বল পাস করান বিপিনের দিকে। বিপিন গোল করতে ভুল করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here