◆ম্যাচ ড্র করার পর হতাশায় মুখ ঢেকেছেন ইস্টবেঙ্গলের এক ফুটবলার ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ম্যাচ তখন এক মিনিটের একটু বেশিই বাকি। ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দীপ সাহা। লাল-হলুদ শিবিরে জয়টা তখন সময়ের অপেক্ষা। ঠিক তখনই বিপর্যয়টা ঘটল। গোল করার পর শেষ মিনিটে ইস্টবেঙ্গলের গোলরক্ষক নিশাদ বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন। সেই সুযোগ নিয়ে ফাঁকা গোলে বল ঠেলে দিয়ে বিএসএস স্পোর্টিংকে ১-১ করে দিলেন সৌরভ সেন। নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া করে মাত্র এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে।
সোমবার নৈহাটি স্টেডিয়ামে প্রতিপক্ষ বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে শুরুটা ভালই করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু কিছুক্ষণ পরেই ধাক্কা খেতে হয় লাল-হলুদ শিবিরকে। ১৫ মিনিটের মাথায় বিএসএসের ফুটবলারকে ধাক্কা মারার ফলে সরাসরি লাল কার্ড দেখেন তুহিন দাস। ম্যাচের বাকি সময়টা দশ জনে খেলতে হয় ইস্টবেঙ্গলক।
প্রতিপক্ষকে দশ জনের দল পেয়েও বিএসএসএস এদিন ডিফেন্সিভ ফুটবল খেলেছে। নিজদের রক্ষণ সামলে পরে আক্রমণে উঠেছে। এক পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামলে যা হয়। এই সুযোগ নিয়েই কয়েকটা গোলের সুযোগ তৈরি করেও গোল মুখ খুলতে পারছিলেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা।
এদিন ম্যাচ দেখতে নৈহাটি স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ কুয়াদ্রাত। গতকাল মাঝরাতে শহর কলকাতায় পৌঁছে গিয়েই এদিন নৈহাটি গিয়ে দলের ম্যাচ দেখলেন হেড কোচ।