শুভেচ্ছা জানাতে সোমবার দুপুরে মোহনবাগান ক্লাবে মুখ‍্যমন্ত্রী

0

◆মোহনবাগান টিম বাস ঘিরে সবুজ-মেরুন জনতার উল্লাস। রবিবার কলকাতা এয়ারপোর্টে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৯ মার্চ : সদ‍্য আইএসএল জয়ী এটিকে মোহনবাগান ফুটবলারদের শুভেচ্ছা জানাতে দুপুরেই মোহনবাগান ক্লাব তাঁবুতে হাজির থাকবেন মুখ‍‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। রবিবার সন্ধ‍্যায় এমনটাই জানিয়েছেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত। আগামীকাল,সোমবার, ক্লাব তাঁবুতেই সদস‍্য-সমর্থকদের নিয়েই ট্রফি ও ফুটবলারদের নিয়ে মিলিত হবেন কর্তারা। সেই অনুষ্ঠানেই নবান্ন যাওয়ার আগে মোহনবাগান ক্লাব তাঁবুতে এসে শুভেচ্ছা জানিয়ে যাবেন মুখ‍্যমন্ত্রী।

ভিআইপি রোডে নেমে এসেছে সবুজ-মেরুন স্রোত

এদিন, দুপুর পোনে একটা নাগাদ দমদম এয়ারপোর্টে পৌঁছনোর পর থেকেই আইএসএল জয়ী দলের ফুটবলারদের ঘিরে উন্মাদনা ছিল। এয়ারপোর্টে আগে থেকেই হাজির ছিল কয়েক হাজার মোহনবাগান সদস‍্য-সমর্থক। মুখে মুখে ‘জয় মোহনবাগান’-এর জয়ধ্বনি। টিম বাসে করে যখন ফুটবলাররা আলিপুরের আরপিএসজি হাউসের দিকে রওনা দিল তখনও বাসের পাশে,পিছনে বাইকে করে ছুটলেন সবুজ-মেরুন সদস‍্য-সমর্থকরা।

আরপিএসজি হাউসে দলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা

আরপিএসজি হাউসে প্রীতম,পেত্রাতোস,বিশালদের নিয়ে ছোট্ট অনুষ্ঠান করলেন সঞ্জীব গোয়েঙ্কারা। সেখানেই তিনি জানিয়ে দেন, আগামী মরসুমেও কোচ থাকছেন ফেরান্দো। সামনের বছর আরও ভাল দল গড়বেন। তবে বর্তমান দলের ফুটবলারদের বাদ দেওয়াটা কঠিন। আরও কিছু ভাল ফুটবলার নেওয়া হবে। বিদেশি ফুটবলাররা সবাই ভাল পারফরমেন্স করেছেন। তাদেরকে রেখে দেওয়া হবে। থাকছেন কাউকোও।

চ‍্যাম্পিয়ন হওয়ার জন‍্য ফুটবলারদের ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করেননি সঞ্জীব গোয়েঙ্কা। তবে জানা গেল এই ইনসেনটিভ দেওয়ার ব‍্যাপারটা ফুটবলার ও টিম ম‍্যানেজমেন্টের মধ‍্যে সীমাবদ্ধ রাখতে চান। এটিকে নাম সরানোর সিদ্ধান্তটা কি তিনি আগেই নিয়ে রেখেছিলেন? জবাবে সঞ্জীব গোয়েঙ্কা জানান,”একদমই তাই। শুধু একটা ভাল সময়ের জন‍্য অপেক্ষা করছিলাম। দল চ‍্যাম্পিয়ন হয়েছে। এমন দিন ছাড়া ভাল দিন হতে পারে না। আগামী দিনে আমরা আরও বড় লক্ষ‍্য নিয়ে এগিয়ে যেতে চাই। সদস‍্য-সমর্থকদের বলব,আপনারা দলকে সমর্থন করুন,পাশে থাকুন।”

সদস‍্য-সমর্থকদের সঙ্গে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। রবিবার বিকেলে ক্লাব তাঁবুতে

এয়ারপোর্ট থেকে দল ক্লাব তাঁবুতে না এসে কেন আরপিএসজি হাউসে গেল? কেউ কেউ এমন প্রশ্ন তুললেও গুরুত্ব দিচ্ছেন না মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি জানান,”গতকাল চ‍্যাম্পিয়ন হওয়ার পর ভোর তিনটে পযর্ন্ত সবাই আনন্দ করেছে। পরের দিন সকালেই বিমান ধরার জন‍্য এয়ারপোর্টে পৌঁছতে হয়। সবাই ক্লান্ত। আরপিএসজি হাউসে গিয়ে কোনও অন‍্যায় হয়নি। একদম ঠিক কাজ হয়েছে। আগামীকাল দপুরে ক্লাব তাঁবুতে ট্রফি থাকবে,ফুটবলাররা থাকবে। মাননীয়া মুখ‍্যমন্ত্রী এসে শুভেচ্ছা জানাবেন। সদস‍্য-সমর্থকরাও থাকবেন।”

নিজেদের মাঠের গ‍্যালারিতে রং মশাল জ্বালিয়ে ট্রফি জয়ের উৎসবে মেতে উঠেছেন সমর্থকরা। রবিবার সন্ধ‍্যায়

প্রসঙ্গত,রবিবার হকির ডার্বি ম‍্যাচ ছিল। কিন্তু ইস্টবেঙ্গল সেই ম‍্যাচ ওয়াক ওভার দিয়েছেন। সেই ম‍্যাচ দেখার জন‍্যই আজ ময়দানে মোহনবাগান সদস‍্য সমর্থকরা এসেছিলেন ক্লাবে। গ‍্যালারিতে মশাল জ্বেলে আইএসএল জয়ের উৎসবে মাতলেন সবুজ-মেরুন জনতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here