ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সুষ্ঠুভাবে স্কুল টুর্নামেন্ট সেই ভাবে এখন আর দেখা যায় না। কিন্তু একটা লক্ষ্য নিয়ে বিভিন্ন জেলার সেরা স্কুল দল নিয়ে প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট করে থাকে বেহালার ‘পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেম।” ১৫ বছরের এই অ্যাকাডেমি তাদের এই স্কুল ফুটবল টুর্নামেন্টের নাম দিয়েছে গোল্ড কাপ। এই নিয়ে আট বছরে পা রাখল গোল্ড কাপ।
আগামী ১২ জানুয়ারি এই টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল ১৪ জানুয়ারি। চারটি গ্রুপ করে মোট ১৬ টি স্কুল দল (অনূর্ধ্ব-১৫) এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে। এই দলগুলির মধ্যে অনেক দল আছে যারা সুব্রত কাপে খেলেছে। টুর্নামেন্টের খেলাগুলি হবে বেহালার পর্ণশ্রী গভর্মেন্ট কোয়ার্টার খেলার মাঠে।
আজ,সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে কোচ জহর দাস, অমিয় ঘোষ, কুন্তলা ঘোষদস্তিদার, প্রাক্তন ফুটবলার ইন্দ্রনাথ পালদের উপস্থিতিতে এই স্কুল টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা করলেন শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমির কর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাকাডেমির কার্যকরী সভাপতি স্বপন ব্যানার্জি, সচিব গৌতম দাস, এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্তরঞ্জন দাস প্রমূখ।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ‘পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমি’ তৈরিই হয়েছে শৈলেন মান্না, সুব্রত ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, সুজিত বসু,অমিয় ঘোষ,স্বপন ব্যানার্জিদের পরামর্শ নিয়ে। প্রত্যেক বছর বিভিন্ন জেলা থেকে ফুটবলার স্কাউট করে অ্যাকাডেমি চালানো হয়। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার লক্ষ্য নিয়ে নিঃশব্দে কাজ করে চলেছে।
ছোটদের বড় কোচ জহর দাস বলছিলেন,”স্কুল ফুটবল টুর্নামেন্ট খুব দরকার। এই অ্যাকাডেমি যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়।” এই অ্যাকাডেমির সচিব গৌতম দাস বলেন, “আমরা বিভিন্ন জেলার সেরা ফুটবল খেলিয়ে স্কুল গুলি নিয়ে টুর্নামেন্ট করছি। এবার ৩৪ টি স্কুল খেলার জন্য আবেদন করেছিল। আমরা ১৬টি দলকে বেছে নিয়েছি। ফুটবল প্রতিভা তুলে আনতে হলে স্কুল ফুটবলের কোনও বিকল্প হয় না। আমরা ভবিষ্যতে এই স্কুল ফুটবলকে আরও বড় আকারে করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি।”