ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) শতবর্ষের প্রাক্কালে এবারের স্টেট গেমস একটু অন্যরকম ভাবে আয়োজন করতে চলেছেন সংস্থার সভাপতি স্বপন (বাবুন) ব্যানার্জি। বিওএ-এর প্রতিষ্ঠা হয়েছিল ১৯২৩ সিলে। আগামী বছর নানান অনুষ্ঠান দিয়ে সংস্থার শতবর্ষ উৎসব পালন করা হবে। তার আগে অষ্টম স্টেট গেমস তার একটা মহড়া বলা যেতে পারে। এমনটাই বলছিলেন স্বপন ব্যানার্জি।
আগামী শুক্রবার থেকে নদিয়ায হরিণঘাটায় শুরু হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র স্টেট গেমস। এই গেমসের উদ্বোধন হবে হরিণঘাটার মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কলেজ (ম্যাকাউট) ক্যাম্পাসে। এই ক্যাম্পাসে উদ্বোধন হলেও গেমসের অন্য খেলা গুলি হবে হাওড়া,হুগলি এবং সল্টলেক সাই কমপ্লেক্সে। প্রসঙ্গত উল্লেখ্য,হরিণঘাটার ম্যাকাউটের সঙ্গে যৌথভাবে এবার স্টেট গেমস পরিচালনা করতে চলেছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে বিওএ-র সভাপতি স্বপন (বাবুন) ব্যানার্জি জানালেন,এবার মোট ৪৩ টি ইউনিট আছে। ইভেন্টের সংখ্যা ২৫টি। প্রতিযোগীর সংখ্যা ৫০০০। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একঝাঁক খেলোয়াড়।
এদিন এই সাংবাদিক সম্মেলনের মাঝেই সাঁতারু সায়নী দাস ও তীরন্দাজ অতনু দাসকে বিওএ,রাজ্য সাঁতার সংস্থা ও কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব সংবর্ধনা জানায়।