শিল্ড: সেমিফাইনালে মহমেডান, জর্জ, ইউনাইটেড, কাশ্মীর

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ১৪ ডিসেম্বর : শিল্ডের খেলায় গন্ডগোল। ম‍্যাচ বন্ধ থাকল ৬ মিনিট। সোমবার ইস্টবেঙ্গল মাঠে রিয়েল কাশ্মীর ও সাদার্ন সমিতির ম‍্যাচের প্রথমার্ধে কাশ্মীর গোল করার পর সাদার্নের ফুটবলাররা রেফারির কাছে গিয়ে প্রতিবাদ করেন। তাদের দাবি গোলটি অফসাইডে ছিল। মাঠে ঢুকে পড়েন সাদার্নের ম‍্যানেজার। ফুটবলার ও ম‍্যানেজারের এই প্রতিবাদটা জড়িয়ে পড়ে সাদার্নের সমর্থকদের মধ‍্যে। বেশ কিছু সাদার্ন সমর্থক ফেন্সিংয়ের ধারে গিয়ে রেফারিকে গালাগাল করতে থাকে। এই গন্ডগোলের জন‍্য ৬ মিনিট খেলাও বন্ধ ছিল। পরে খেলা শেষ হয়। এই ম‍্যাচে সাদার্নকে ১-০ গোলে হারিয়ে শিল্ডের সেমিফাইনালে পৌঁছয় রিয়েল কাশ্মীর। গোলদাতা দানিস ফারুক।

একইদিনে শিল্ডের কোয়ার্টার ফাইনালের আরও তিনটি ম‍্যাচ ছিল। কল‍্যাণী স্টেডিয়ামে গোকুলমকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং। জয়সূচক গোলটি করেন তীর্থঙ্কর। নিজেদের দুই ফুটবলারকে লাল কার্ড দেখানোয় রেফারি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন গোকুলমের ফুটবলাররা। অপর খেলায় মোহনবাগান মাঠে পিয়ারলেসকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল জর্জ টেলিগ্রাফ। শিল্ডে সবার নজর কেড়েছেন জর্জের তন্ময় ঘোষ। আজ তিনি গোলও করলেন। জর্জ গোল করার পর রক্ষনাত্মক ফুটবল খেলে। ওই সময় পিয়ারলেসের বিদেশি স্ট্রাইকার ক্রোমা দু দুটি সহজ গোলের সুযোগ নষ্ট না করলে ফলাফল অন‍্যরকম হত।
তবে এদিন হাওড়া স্টেডিয়ামে কালীঘাট এম এসের বিরুদ্ধে অপ্রত‍্যাশিত ভাবে আটকে গিয়েছিল ইউনাইটেড স্পোর্টস। ধারে ভারে কালীঘাটের থেকে অনেক এগিয়ে ইউনাইটেড। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও গোলশূন‍্য ছিল। টাইব্রেকারে কালীঘাটকে হারিয়ে শিল্ডের সেমিফাইনালে পৌঁছে গেল ইউনাইটেড স্পোর্টস।
আগামী বুধবার কল‍্যাণীতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে জর্জ টেলিগ্রাফ ও ইউনাইটেড স্পোর্টস। একই দিনে সল্টলেক স্টেডিয়ামে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং ও রিয়েল কাশ্মীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here