ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : জয় দিয়ে আইএফএ শিল্ড অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং। রবিবার সল্টলেক স্টেডিয়ামে মহমেডান ৪-০ গোলে হারাল খিদিরপুর স্পোর্টিংকে। সুজিত সাধু, হীরা মন্ডল, ফিলিপ আদজা ও গনি একটি করে গোল করেছেন। ম্যাচের সেরা হয়েছেন মহমেডানের হীরা মন্ডল।
একই দিনে শিল্ডের আরও তিনটি ম্যাচ ছিল। কল্যাণী স্টেডিয়ামে প্রতিতোগিতার শুরুতেই জয় পেয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। তারা ১-০ গোলে হারাল গোকুলমকে। গোলদাতা ব্রাইট মিডলটন। ম্যাচের সেরা হয়েছেন ইউনাইটেডের তারক হেমব্রম। রিয়েল কাশ্মীর ২-০ গোলে হারাল গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেসকে। গোল করেছেন লিংডো ও দানেস ফারুক। এদিকে কলকাতার সাদার্ন সমিতি এগিয়ে থেকেও ড্র করল। প্রথমার্ধের ২৮ মিনিটে সুজিত সরেনের করা গোলে এগিয়ে যায় সাদার্ন। ৭৯ মিনিটে গুরকিরাত গোল করে ইন্ডিয়ান অ্যারোজকে সমতায় ফেরান। ম্যাচ শেষ হয় ১-১। ম্যাচের সেরা গুরকিরাত সিং।