ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা : জৈব সুরক্ষা বলয় ছাড়াই শুরু হচ্ছে এবারের আইএফএ শিল্ড। বুধবার কলকাতার এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিক ভাবে ক্রীড়াসূচী ঘোষণা করল আইএফএ। জানাই ছিল আইএসএলে খেলার জন্য মোহনবাগান ও ইস্টবেঙ্গল এবারের শিল্ডে অংশ নেবে না। তাই এবারের শিল্ড জৌলুসহীন। তবে মহমেডান স্পোর্টিং খেলছে। ৬ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মহমেডান ও খিদিরপুর স্পোর্টিং ক্লাব। শিল্ড চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
আই লিগ দল হিসেবে মহামেডান ছাড়াও শিল্ডে খেলবে ইন্ডিয়ান অ্যারোজ, গোকুলাম কেরালা এফসি এবং সুদেব এফসি। আর কলকাতা লিগে খেলা জর্জ টেলিগ্রাফ, খিদিরপুর, কালীঘাট এমএস, পিয়ারলেস, সার্দান সমিতি, এরিয়ান ক্লাব, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, বিএসএস, এবার অংশ নিচ্ছে। মোট ১২টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে একটি করে আই লিগ খেলা দল রয়েছে।
সমস্যা হল, শিল্ডে অংশ নেওয়া ১২ দলের কোনও ফুটবলারের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করতে পারছে না আইএফএ। শুধুমাত্র কোভিড টেস্ট ছাড়া ফুটবলারদের নিরাপত্তার জন্য বিশেষ কোনও ব্যবস্থা করতে ব্যর্থ আইএফএ। যদিও আইএফএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, জৈব সুরক্ষা বলয় তৈরি করতে বিশাল টাকার খরচ। আইএফএ-র পক্ষে এত টাকা খরচ করা অসম্ভব। এখনও টাইটেল স্পনসর জোগার করে উঠতে পারেননি আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। তবে ক্রীড়াসূচী প্রকাশ অনুষ্ঠানে এসে একটা স্পনসর এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
এদিন, আইএফএ-র থিম সং প্রকাশ করা হয়। একই সঙ্গে ঘোষণা করা হয়, এবারের শিল্ডে সেরা কোচকে পিকে ব্যানার্জির নামে বিশেষ পুরস্কার দেবে আইএফএ। আর সেরা ফুটবলারকে দেওয়া হবে চুনী গোস্বামীর নামাঙ্কিত পুরস্কার।