শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কমিটি গঠন,সচিব কুন্তল গোস্বামী

0

◆শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের নতুন কমিটির সদস‍্যরা,মঙ্গলবার শিলিগুড়িতে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ফের সচিব পদে এলেন কুন্তল গোস্বামী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সচিব পদে এলেন তিনি। এই নিয়ে পরপর দুইবার ক্রীড়া পরিষদের সচিব হলেন কুন্তল। মঙ্গলবার সর্বসম্মতভাবে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পুরো কমিটি গঠন হয়ে গেল। এই কমিটি গঠনে কোনও লড়াই হবে না তা দিন কয়েক আগেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। বাস্তবে সেটাই হল। একটিই মাত্র প‍্যানেল জমা পড়েছিল। সেই প‍্যানেলই আগামী দুই বছর শিলিগুড়ির সর্বোচ্চ ক্রীড়া সংস্থার হয়ে কাজ করবে।

সচিব পদে লড়াইটা হতে পারত। কিন্তু হয়নি। কারণ, প্রাক্তন সচিব অরূপরতন ঘোষ পথদুর্ঘটনার পর থেকেই তিনি অসুস্থ। শোনা যাচ্ছে, কয়েকটি ক্লাব অরূপবাবুকে সচিব পদে লড়াই করার জন‍্য প্রস্তাব দিয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। নান্টু পালও হয়তো সচিব পদে লড়াই করতেন। কিন্তু তাঁর ক্লাব বিধান স্পোর্টিং নান্টু পালের নামই পাঠায়নি। কাজেই লড়াই করার সুযোগই পাননি নান্টু। তৃতীয় ব‍্যক্তি হলেন অনুপ বসু। তিনি শেষ মুহূর্তে লড়াই থেকে সরে এসেছেন। কারণ তাঁকে সহসচিব পদে আনা হবে এই আশ্বাস দেওয়ায় অনুপ বসু নাকি আর সচিব পদে লড়াই করার ঝুঁকি নেননি।

কুন্তল গোস্বামী, সচিব, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ

আসলে শিলিগুড়ির ক্রীড়া মহল থেকে রাজনৈতিক মহলে কুন্তল গোস্বামীর এক অদ্ভুত গ্রহণযোগ্যতা আছে। বহু বছর ধরে কংগ্রেস রাজনীতিতেই বিশ্বাসী হলেও কুন্তলবাবু বরাবরই মাঠের মানুষ। দক্ষ সংগঠক। এবং অবশ‍্যই আপাদমস্তক সৎ মানুষ বলেই শিলিগুড়ির মানুষ জানে। গত দুই বছরে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব হিসেবে কাজ করতে গিয়ে কুন্তলবাবুর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে – এমনটা শোনা যায়নি। গত দুই বছরের তাঁর কাজের রিপোর্ট কার্ড এবারও কুন্তল গোস্বামীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সচিব হতে সাহায‍্য করেছে তা বলাই বাহুল্য।

শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের অফিস

শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের যে নতুন পদাধিকারীদের নাম প্রকাশ করা হয়েছে তা হল ◆সভাপতি – জয়ন্ত সাহা ◆ সহ-সভাপতি -অলোক সরকার, ধর্মেন্দ্র পাঠক, প্রবীর মন্ডল ◆ সচিব -কুন্তল গোস্বামী ◆ সহ-সচিব – সজল নন্দী, অনুপ বসু ◆ কোষাধ‍্যক্ষ – শুভাশিস ঘোষ ◆ সহ-কোষাধ‍্যক্ষ – মৈনাক তালুকদার ◆ অ‍্যাথলেটিক্স সচিব – ডঃ বিবেকানন্দ ঘোষ ◆ অ‍্যাথলেটিক্স সহ-সচিব – বিশ্বজিৎ গুহ ◆ ভলিবল সচিব – রাজেশ দেবনাথ ◆ ভলিবল সহ-সচিব – সুজয় চন্দ ◆ ফুটবল সচিব – সৌরভ ভট্টাচার্য ◆ ফুটবল সহ-সচিব – অমরদীপ দত্ত ◆ ক্রিকেট সচিব – মনোজ ভার্মা ◆ ক্রিকেট সহ-সচিব – অরুণ ছেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here